রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :

লন্ডনে মুসলমানদের সতর্ক থাকার পরামর্শ উলামা কাউন্সিলের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম: ইউনাইটেড উলামা কাউন্সিল (ইউএসএ ইনক) লন্ডন আমেরিকার মুসলমানদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। ৩ এপ্রিল বিশ্ব মুসলিম দিবস পালনের কথা ওঠলে এ দিবসে মুসলিমদের শাস্তি দিতে বিভিন্ন বাসা বাড়িতে মুসলিমদের শাস্তি দিতে চিঠি পাঠায় একটি গোষ্ঠি।

ইসলামিক লিডারশিপ কাউন্সিল অফ মেট্রোপলিটান নিউইয়র্ক বা এনএইচপিডি ইউনাইটেড উলামা কাউন্সিল সচেতনতা বৃদ্ধি ও মুসলিমদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি প্রচার অভিযানের ব্যবস্থা করা হয়। তারা এই সমস্ত প্রচারাভিযানের মাধ্যমে বিশেষ করে নিউ ইয়র্কারদে7র নিরাপদ ও মুসলিম সম্প্রদায়ের সকল প্রয়োজন পুরণে ব্যবস্থা গ্রহণ করে।

এনএইচপিডি নিশ্চিত করেছে লন্ডন ও আরেরিকায় মুসলিম সম্প্রদায়ের কোন ‘বিশ্বাসযোগ্য’ হুমকি নেই।প্রতিনিধিরা বলেন, আমরা আমাদের সম্প্রদায়কে আতঙ্কিত করতে চাই না। তবে যে কোনো পরিস্থিতি মুকাবিলা করতে সবসময় সতর্ক থাকুন।

তারা যে কোনো সমস্যা ও মুসলিমদের উপর নির্যাতনের খবর পেলে তাদেরকে নম্বরেও যোগাযোগ করতে বলে। উলামা কাউন্সিল একটি লিফ্লেট বিতরণ করে তাতে লেখা ছিলো মনে রাখবেন আল্লাহ আমাদের একমাত্র রক্ষাকর্তা।সতর্ক থাকুন।আর যে কোনো দুর্ঘটনা ও হুমকি বা ক্ষতির আশঙ্কা করলে তাদেরকে জানানোর অনুরোধ করা হয়।

৩ এপ্রিল বিশ্ব মুসলিম দিবস। 'পানিশ এ মুসলিম ডে' শিরোনামে মুসলমানদের কথিত শাস্তি দিতে লন্ডনসহ যুক্তরাজ্যের কয়েকটি শহরের বাসা-বাড়িতে চিঠি পাঠিয়ে হুমকি দেওয়া হচ্ছে। এটি এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। লন্ডন পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে নিরাপত্তা জোরদার করেছে। লন্ডনের এই হুমকির ঢেউ আছড়ে পড়েছে বিশ্বের রাজধানী হিসাবে খ্যাত নিউইয়র্ক শহরেও।

নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) ইতিমধ্যে সিটিতে বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সিটির বিভিন্ন মসজিদে। জনপ্রতিনিধিরা বিভিন্ন স্থানে নগরবাসীকে স্থানীয় সময় মঙ্গলবার ৩ এপ্রিল মুসলমানদের সতর্কভাবে চলাফেরার পরামর্শ দিয়েছেন। যদিও তারা বলছেন, নিউইয়র্ক সিটিতে এ ধরণের কোনো হুমকি নেই।

নিউইয়র্ক সিটির উডসাইডে স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের এক অনুষ্ঠানে মুসলমানদের বাড়তি সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছেন বাংলাদেশি আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশনের (বাপা) সাধারণ সম্পাদক ও এনওয়াইপিডির অফিসার হুমায়ূন কবীর।

এ অনুষ্ঠানে তিনি বলেন, লন্ডনে হুমকি দেওয়া হয়েছে বিশ্ব মুসলিম দিবসে একজন মুসলমানকে হত্যা করা হবে। যদিও নিউইয়র্কে এ ধরণের কোনো হুমকি নেই। তারপরও এনওয়াইপিডি নগরীতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। অনুষ্ঠানে বাপা'র সভাপতি ও এনওয়াইপিডির লেফটেন্যান্ট সুজাত খান উপস্থিত ছিলেন।

আরো পড়ুন- ইসরায়েলি সেনার গুলিতে ১৬ ফিলিস্তিনি নিহত, রাষ্ট্রীয় শোক


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ