আওয়ার ইসলাম : এমপিওভুক্তির জন্য তালিকায় নাম আছে অথচ বাস্তবে তার অস্তিত্ব নেই, বরগুনায় এমন প্রায় ৩০০ টি মাদ্রাসার সন্ধান মিলেছে। ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে অনেক প্রতিষ্ঠানে নেই শিক্ষক বা শিক্ষার্থী। অভিযোগ আছে এসব প্রতিষ্ঠানের নাম ভাঙিয়ে টাকার বিনিময়ে হচ্ছে নিয়োগ বাণিজ্য। যদিও শিক্ষা অফিস ও স্থানীয় প্রশাসনের দাবি, এমপিওভুক্তির তালিকায় কোনো অসামঞ্জস্যতা পাওয়া গেলে ব্যবস্থা নেয়া হবে।
জেলাজুড়ে ২৮৪টি প্রতিষ্ঠানের তালিকা হয়েছে, যার অস্তিত্ব নেই। জানা যায়, সম্প্রতি ইবতেদায়ী মাদরাসা জাতিয়করণে আন্দোলন হয়। সে প্রেক্ষিতেই মাদরাসা শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে তালিকা চেয়ে জেলা শিক্ষা অফিসকে অবহিত করা হয়।
কিন্তু বরগুনা জেলায় যে তিনশ ইবতেদায়ি মাদরাসার তালিকা হয়েছে তার বেশিরভাগই অস্তিত্বহিন। দুএকটির চিহ্ন পাওয়া গেলেও নেই কার্যক্রম। তারপরও নানা অযুহাত ঐ সব প্রতিষ্ঠান সংশ্লিষ্টদের।
অভিযোগ আছে এমপিও ভুক্তির লোভ দেখিয়ে করা হচ্ছে নিয়োগ বাণিজ্যও। যদিও সরাসরি দায় স্বীকার করতে রাজি নন ইবতেদায়ি মাদরাসা শিক্ষকের এক নেতা। জেলা শিক্ষা অফিস ও প্রশাসন বলছে, এমন কোন ঘটনা হলে ব্যবস্থা নেয়ার পাশাপাশি তালিকার যাচাই-বাছাই করা হবে।
২০১৭ সালের আগস্ট ও সেপ্টেম্বর মাসে তিন দফায় সংশ্লিষ্ট অধিদপ্তরে ইবতেদায়ি তিনশ মাদরাসার তালিকা পাঠানো হয়। এরমধ্যে ২৭টির অস্তিত্ব মিললেও ২৮৫টির নাম, ঠিকানা ও কার্যক্রম পাওয়া যায়নি। সূত্র : চ্যানেল২৪
আওয়ার ইসলাম রাতের সংবাদ দেখতে ক্লিক করুন …