শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

টেকনাফে পল্লী চিকিৎসকের ভুলে গৃহবধুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

মদ্যপ অবস্থায় গ্রাম্য ডাক্তারের ভুল চিৎিসায় এক প্রসূতীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটেছে । পুলিশ মদ্যপ অবস্থায় গ্রাম্য ডাক্তার সুরেশকে আটক করেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং আমতলী গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী তসলিমা আক্তার (১৯) গত ৯ দিন আগে ১টি ছেলে সন্তান জন্ম দেন। শ্বাস কষ্ট, কাশের সাথে রক্ত আসা এবং শরীরে পানি জমার কারণে ৩ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং বাজারে অবস্থানরত পল্লী চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথকে নিয়ে যান।

ডাক্তার রাসিলিকন, ডিকট, ড্রাইক্লোপেনাক, রেনিসন ইনজেকশনসহ অন্যান্য ঔষধ দিলে স্বামী ও মায়ের সামনেই প্রসূতী গৃহবধু তসলিমা আক্তার রাত পৌনে ২টার সময় মারা যান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন ‘বিষয়টি সম্পর্কে সংবাদ পাওয়ার সাথে সাথেই দ্রুত হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই শাহজান ভূইয়াকে ঘটনাস্থলে প্রেরণ করি। পুলিশ ঘটনাস্থলে গেলে মৃতের মা ও স্বামী লোকজনের সামনে অভিযোগ করেন ডাক্তারের ভুল চিকিংসার কারনে তসলিমার মৃত্যু হয়েছে।

পুলিশ হোয়াইক্যং বাজারে গিয়ে অভিযুক্ত গ্রাম্য ডাক্তার ডা. সুরেশ কান্তি নাথকে আটক করে। ঘটনাস্থলে ডাক্তারকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বর্তমানে গৃহবধুর লাশ ও অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথ পুলিশ হেফাজতে রয়েছে’। অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথ চট্রগ্রামের লোহাগাড়া কলাউজান পরিতোষ কান্তি নাথের পুত্র বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ