সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

টেকনাফে পল্লী চিকিৎসকের ভুলে গৃহবধুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইকবাল আজিজ
টেকনাফ প্রতিনিধি

মদ্যপ অবস্থায় গ্রাম্য ডাক্তারের ভুল চিৎিসায় এক প্রসূতীর মর্মান্তিক মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটেছে । পুলিশ মদ্যপ অবস্থায় গ্রাম্য ডাক্তার সুরেশকে আটক করেছে।

পারিবারিক সুত্রে জানা যায়, টেকনাফ উপজেলার হোয়াইক্যং আমতলী গ্রামের হেলাল উদ্দিনের স্ত্রী তসলিমা আক্তার (১৯) গত ৯ দিন আগে ১টি ছেলে সন্তান জন্ম দেন। শ্বাস কষ্ট, কাশের সাথে রক্ত আসা এবং শরীরে পানি জমার কারণে ৩ এপ্রিল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে হোয়াইক্যং বাজারে অবস্থানরত পল্লী চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথকে নিয়ে যান।

ডাক্তার রাসিলিকন, ডিকট, ড্রাইক্লোপেনাক, রেনিসন ইনজেকশনসহ অন্যান্য ঔষধ দিলে স্বামী ও মায়ের সামনেই প্রসূতী গৃহবধু তসলিমা আক্তার রাত পৌনে ২টার সময় মারা যান।

টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রনজিত কুমার বড়ুয়া বলেন ‘বিষয়টি সম্পর্কে সংবাদ পাওয়ার সাথে সাথেই দ্রুত হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই শাহজান ভূইয়াকে ঘটনাস্থলে প্রেরণ করি। পুলিশ ঘটনাস্থলে গেলে মৃতের মা ও স্বামী লোকজনের সামনে অভিযোগ করেন ডাক্তারের ভুল চিকিংসার কারনে তসলিমার মৃত্যু হয়েছে।

পুলিশ হোয়াইক্যং বাজারে গিয়ে অভিযুক্ত গ্রাম্য ডাক্তার ডা. সুরেশ কান্তি নাথকে আটক করে। ঘটনাস্থলে ডাক্তারকে মাতাল অবস্থায় পাওয়া গেছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বর্তমানে গৃহবধুর লাশ ও অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথ পুলিশ হেফাজতে রয়েছে’। অভিযুক্ত গ্রাম্য চিকিৎসক ডা. সুরেশ কান্তি নাথ চট্রগ্রামের লোহাগাড়া কলাউজান পরিতোষ কান্তি নাথের পুত্র বলে জানা গেছে।

এইচজে


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ