আওয়ার ইসলাম: সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ইরাকে ৬ তুর্কি নারীকে মৃত্যুদণ্ড দিয়েছে ইরাকের একটি সেনা আদালত।
মঙ্গলবার আল আরাবিয়া জানিয়েছে, ইরাকের কেন্দ্রীয় সেনা আদালত এ নির্দেশ জারি করে। এছাড়াও অনেককে যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন।
সন্ত্রাসবাদে জড়িত থাকার অভিযোগে ইরাকের আদালত নারীদের মৃত্যুদণ্ড কার্যকর করার ধারা অব্যাহত রেখেছে। গত ফেব্রুয়ারি মাসেও ইরাকের আদালত ১৬ জন তুর্কি নারীকে মৃত্যুদণ্ডাদেশ দেয়।
ইরাকের সর্বোচ্চ আদালতের মুখপাত্র বিচারক আব্দুস সাত্তার বিচারক বলেন, আইএসআই এ জড়িত নারীরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছেন। তারা জানিয়েছেন, তারা নিজেরাই আইএসআই এর সদস্যদের কাছে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছেন।
সূত্র: আল আরাবিয়া