রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


রমজানের আগেই শেষ করতে হবে ঢাকা নগরীর খোঁড়াখুঁড়ি : অধ্যক্ষ শেখ ফজলে বারী মাসউদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গতকাল শনিবার রাজধানী ভাটারার আস সাঈদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল  ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের নির্বাহী কমিটি মাসিক বৈঠক। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ বলেন, রমজানের আগেই শেষ করতে হবে ঢাকা নগরীর খোঁড়াখুঁড়ি।

তিনি বলেন, উন্নয়নের নামে নিন্মমানের কাজ করে একই রাস্তা বারবার কাটাকাটি করা ঢাকা নগরের নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এসব অনিয়ম দেখার কেউ নেই। জনগণ ধরেই নিয়েছে এসব তাদের নিয়তি।

তিনি মহানগর উত্তরের সভাপতি আরও বলেন, কুড়িল থেকে রামপুরার সড়কটি স্বল্প সময়ের ব্যবধানে কয়েকবার কাটা ও খোঁড়া হয়েছে। লাখো মানুষের চলাচলের একটি সড়ক যদি এভাবে বার বার কাটা হয় তাহলে সেটি উন্নয়ন নয় বরং নাগরিকদের গলার কাঁটা হয়ে দাড়ায়।

ইসলামী আন্দোলনের এ নেতা সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রতি দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে রামজানে কাজ বন্ধ রেখে নাগরিকদের স্বাভাবিক যান চলাচলের ব্যবস্থা করতে হবে। যানজট আর ভোগান্তিতে পড়ে যেন রোজাদার নগরবাসীকে পথে-ঘাটে ইফতার করতে না হয় সে ব্যবস্থা করতে হবে।

ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত সেক্রেটারি মাওলানা আরিফুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ আনোয়ার হোসাইন, আলহাজ্ব হারুন আর রশিদ, হাফেজ মালানা সিদ্দিকুর রহমান, নুরুল ইসলাম নাঈম, মুফতী জহির ইবনে মুসলিম, মুফতী মাছউদুর রহমান, মুফতী ফরিদুল ইসলাম, হাফেজ নিজাম উদ্দিন, প্রকৌশলী গিয়াস উদ্দিন, ডাক্তার মজিবুর রহমান, হাফেজ আবু হানিফ ভূঁইয়া, এ্যাডভোকেট শওকত আলী হাওলাদার, হাজী আলাউদ্দিন, হাজী মোস্তফা কামাল প্রমুখ।

এসএস

আরো পড়ুন : শায়খ যাকারিয়া রহ.-এর আমানত পেয়ে ধন্য আমি

 


সম্পর্কিত খবর