সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


উভয় জগতে কল্যাণ লাভের দু’আ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
ডেস্ক

اَللّٰہُمَّ اِنِّیْ اَسْاَلْکَ مِنَ الْخَیْرِ کُلِّہِ عَاجِلِہِ وَآجِلِہِ مَاعَلِمْتُ مِنْہُ وَمَالَمْ اَعْلَمْ وَاَعُوْذُبِکَ مِنَ الشَّرِّکُلِّہِ عَاجِلِہِ وَآجِلِہِ مَاعَلِمْتُ مِنْہُ وَمَالَمْ اَعْلَمْ

তরজমা : হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে নিকট ও ভবিষ্যতের (অর্থাৎ দুনিয়া ও আখেরাতের) আমার জানা-অজানা সমস্ত কিছুর কল্যাণ চাচ্ছি এবং নিকট ও ভবিষ্যতের যাবতীয় অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি। (সুনানে ইবনে মাযাহ)

আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করুন এবং এই উভয় জগতের সর্ব কল্যাণে আমাদের ভূষিত করুন। আমিন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ