আওয়ার ইসলাম
ডেস্ক
اَللّٰہُمَّ اِنِّیْ اَسْاَلْکَ مِنَ الْخَیْرِ کُلِّہِ عَاجِلِہِ وَآجِلِہِ مَاعَلِمْتُ مِنْہُ وَمَالَمْ اَعْلَمْ وَاَعُوْذُبِکَ مِنَ الشَّرِّکُلِّہِ عَاجِلِہِ وَآجِلِہِ مَاعَلِمْتُ مِنْہُ وَمَالَمْ اَعْلَمْ
তরজমা : হে আল্লাহ! নিশ্চয়ই আমি আপনার কাছে নিকট ও ভবিষ্যতের (অর্থাৎ দুনিয়া ও আখেরাতের) আমার জানা-অজানা সমস্ত কিছুর কল্যাণ চাচ্ছি এবং নিকট ও ভবিষ্যতের যাবতীয় অকল্যাণ থেকে আপনার কাছে আশ্রয় গ্রহণ করছি। (সুনানে ইবনে মাযাহ)
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের যাবতীয় অকল্যাণ থেকে হেফাজত করুন এবং এই উভয় জগতের সর্ব কল্যাণে আমাদের ভূষিত করুন। আমিন।