হাওলাদার জহিরুল ইসলাম: পাকিস্তানের ধর্মমন্ত্রণালয় দেশেজুড়ে আজান ও নামাজের জন্য এক বিশেষ রুটিন তৈরি করেছে। সারাদেশে এ নিয়মের অন্যথা হলে শাস্তিও ঘোষণাও করা হয়েছে।
নাজা টিভি জানিয়েছে, পাক ধর্মমন্ত্রণালয় আজান ও নামাজের ২০১৮ সালের রুটিন করে একটি ক্যালেন্ডার তৈরি করেছে। যেখানে সরাকরিভাবে সারা দেশেরে জন্য আজান ও নামাজের সময় নির্ধারণ করে দেয়া হয়েছে। ওই ক্যালেন্ডার পাকিস্তানের প্রতিটি মসজিদে রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
ধর্মমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, যে ইমাম বা মুয়াজ্জিন সরকারি নিয়ম মানবে না তাদের কমপক্ষে ৬ মাসের জেল ও ৫ হাজার রুপি জরিমানা হবে। আর যারা ধরাবাহিক এ নিয়ম ভঙ্গ করবে তাদেরকে আরো বড় শাস্তি দেয়া হতে পারে।
ডেইলি কুদরত