আওয়ার ইসলাম: বর্তমান যুগে সন্দেহ প্রবণতা থেকে অনেক দম্পতিই একে অপরের মোবাইলে গোপন নজর রাখার চেষ্টা করেন কিংবা বিনা অনুমতিতেই একে অপরের মোবাইল নিয়ে ঘাঁটাঘাঁটি করেন। বিষয়টিকে এবার শাস্তিযোগ্য অপরাধ হিসেবে আখ্যা দিয়েছে রক্ষণশীল দেশ সৌদি আরব।
কোনো স্বামী স্ত্রী বিনা অনুমতিতে একে অপরের গোপন কোড খোলা বা ঘাঁটাঘাঁটির অপরাধ প্রমাণিত হলে এক বছরের কারাবরণের শাস্তি ও ৫ শ’ রিয়াল জরিমানা নির্ধারণ করা হবে বলে জানিয়েছেন সৌদি আরবের আইন উপদেষ্টা আব্দুল আজিজ বাতেল।
আল আরাবিয়াকে আব্দুল আজিজ বাতেল বলেন, এতে স্বামী স্ত্রীর ব্যক্তি স্বাধীনতা ও প্রাইভেসি নষ্ট হয়। বিনা অনুমতিতে একে অপরের মোবাইল ব্যবহার গোয়েন্দাগিরির আওতায় পড়বে। আইনগতভাবে একে নিষিদ্ধ করা হয়েছে। এ অপরাধে বিচারক উপযুক্ত শাস্তি দিতে পারবেন।
আব্দুল আজিজ বলেন, গোয়েন্দাগিরির শাস্তি হিসেবে প্রাপ্ত জরিমানা জাতীয় ভাণ্ডারে জমা করা হবে। শুধু স্মার্ট ফোন নয় কম্পিউটার কিংবা ক্যামরার মাধ্যমে গোয়েন্দাগিরিও একই শাস্তির প্রযোজ্য হবে। তবে এ আইন বাবা মার পক্ষ থেকে সন্তানের ওপর নজরদারির ফলে প্রযোজ্য হবে না। এটা শুধু স্বামী স্ত্রীর ক্ষেত্রেই প্রযোজ্য।
খবর: আল আরাবিয়া
আরো পড়ুন
বিশ্বের অালোচিত ১০ ইসলামিক বই; যা অবশ্যই পড়া উচিত