রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬


মুহাম্মাদ বিন সালমানের বিরুদ্ধে বাগদাদে ব্যাপক বিক্ষোভ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমানের আসন্ন ইরাক সফর উপলক্ষে রাজধানী বাগদাদে বিশাল বিক্ষো বিক্ষোভ মিছিল হয়েছে।

গতকাল শুক্রবার জুমার নামাজের পর বিক্ষোভকারীরা বাগদাদে মিছিল বের করেন এবং বিন সালমানকে তারা যুদ্ধাপরাধী হিসেবে অভিহিত করেন। এছাড়া, সৌদি আরবকে তারা আইএস ও আল-কায়েদার সমর্থক বলেও স্লোগান দেন।

এসময় বিক্ষোভাকারীদের হাতে নানা ধরনের ব্যানার ও ফেস্টুন ছিল।

ইরাকের প্রধানমন্ত্রী হায়দার আল-এবাদির দপ্তর থেকে দেয়া তথ্য অনুসারে- মুহাম্মাদ বিন সালমান খুব শিগগির ইরাক সফর করবেন তবে এ বিষয়ে সুনির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয় নি। ইরাক সফরের আগে তিনি দীর্ঘ সময় ধরে আমেরিকা সফর করেছেন।

এ সফরের সময় তিনি বেশ কয়েকজন ইহুদিবাদী নেতার সঙ্গে বৈঠক করেন। ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া হিসেবে তিনি এ বৈঠক করেছেন বলে ধারণা করা হচ্ছে।

এইচজে


সম্পর্কিত খবর