হাওলাদার জহিরুল ইসলাম: অনেক মুসলিম নারী তাদের বাসা বাড়িতে ব্যবহারের কাপড় পুরুষদের চোখের সামনেই শুকাতে দেন। আবার অনেকে নিজেদের কাপড়গুলো সযত্নে পর পুরুষের চোখের আড়ালে রাখার চেষ্টা করেন। কেউ কেউ এটাকে বাধ্যতামূলকও মনে করেন।
তো আসুন জেনে নিই এ ব্যাপারে ইসলাম কী বলে?
নারীদের কাপড় শুকানোর ক্ষেত্রে তা পর পুরুষের দৃষ্টির আড়ালে রাখা বা কাপড়ের পর্দা রক্ষা করার ব্যাপারে শরিয়তে স্পষ্ট কোন দলিল নেই। তবে যদি কোন নারী পর পুরুষের অন্তরে কু-ধারণা সৃষ্টি হওয়া থেকে বাঁচার জন্য নিজ কাপড় গাইরে মাহরাম পুরুষের দৃষ্টির আড়ালে শুকায় তাহলে তা অবশ্যই তাকওয়া পরহেজগারিতার পরিচায়ক হবে।
সূত্র: আহকামুল কুরআন ৩/৪২৪, ফতোয়া বাইয়্যিানাত ৪/৪৬২