আওয়ার ইসলাম
ডেস্ক
মানুষকে আল্লাহ সবচেয়ে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন। তিনি বলেন, আমি সৃষ্টি করেছি মানুষকে সুন্দর থেকে সুন্দরতর আকৃতিতে”। (সুরা আত ত্বীন : ৪)
মানবদেহের সবচেয়ে সুন্দর অঙ্গ মুখমন্ডল। এ সুন্দর চেহারাটি দেখার জন্য আমরা প্রতিদিনই আয়নার সামনে যেয়ে থাকি। প্রতিটি মানুষের উচিত চেহারা দেখে আল্লাহ তায়ালার কৃতজ্ঞতা আদায় করা। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশে যেন ভুলে না যাই। এ কৃতজ্ঞতা প্রকাশের মাধ্যম কি? তা শিখিয়েছেন নবী মুহাম্মদ সা.।
আয়েশা রা. বলেন, রাসুলুল্লাহ সা. আয়না দেখার সময় এ দোয়া পাঠ করতেন, ‘আল্লাহুম্মা হাস-সানতা খালকি, ফা-আহসিন খুলুকি।’ (মেশকাত : ৫০৯৯)।
অর্থ : হে আল্লাহ! আপনি আমাকে সুন্দর করে সৃষ্টি করেছেন। সুতরাং আপনি আমার চরিত্রকেও সুন্দর করে দিন।