আবদুল্লাহ তামিম: হজ্জ বা হজ্জ্ব একটি আবশ্যকীয় ইবাদত। এটি ইসলামধর্মের পঞ্চম স্তম্ভ। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম প্রত্যেক মুসলমান নর-নারীর জন্য জীবনে একবার হজ্ব সম্পাদন করা ফরজ বা আবশ্যিক।
আরবি জিলহজ মাসের ৮ থেকে ১২ তারিখ হজ্বের জন্য নির্ধরিত সময়। হজ্জ পালনের জন্য বর্তমান সৌদী আরবের মক্কা নগরী এবং সন্নিহিত মিনা, আরাফাত, মুযদালিফা প্রভৃতি স্থানে গমন এবং অবস্থান আবশ্যক।
এটি পৃথিবীর সবচেয়ে বড় বাৎসরিক তীর্থযাত্রা। যিনি হজ্জ সম্পাদনের জন্য গমন করেন তাঁকে বলা হয় হাজী।
আজ আমরা ৬৪ বছর আগের কিছু দূর্লভ ছবি দেখাবো।
ঘোড়া বা উটের গাড়িতেই যাতায়াত ছিলো মানষের
ছোট্ট ছোট্ট বিমান বা উড়ো জাহাজ করে মালদার লোকেরা আসতো অনেক দূর দেশ থেকে। আর যাদের সামর্থ ছিলো না তারা পানি পথে বা পায়ে হেঁটে আসতো দূর-দূরান্ত থেকে।
সৌদি আরবে বাজার বসতো। আজকের সৌদির সঙ্গে মিলালে কেমন হবে। কী ছিলো আর আজ কী হয়েছে।