শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইতিহাসের মহান নেতার তালিকায় হিটলার, মোদি, সু চি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক

ইতিহাসের মহান নেতাদের নিয়ে একটি বইয়ের প্রচ্ছদে হিটলারের ছবি ব্যবহার করেছে ভারতীয় একটি শিশুতোষ বিষয়ক প্রকাশনী সংস্থা।  এ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি।

ইহুদিবাদী একটি সংগঠন ভারতের বি জাইন প্রকাশনীর পেগাসাস ডিভিশনকে বইটি বিভিন্ন দোকান ও অনলাইন স্টোর থেকে সরিয়ে নিতে বলেছে বলে জানায় নিউ উয়র্ক পোস্ট।

বারাক ওবামা, নেলসন ম্যান্ডেলা, মহাত্মা গান্ধী, আং সুন সু চি, ও নরেন্দ্র মোদির সাথে হিটলারও ঠাঁই পেয়েছেন 'গ্রেট লিডারস' নামক বইটির প্রচ্ছদে।

বইটির পিছনের প্রচ্ছদে লেখা, 'এসব শক্তিশালী বিশ্ব নেতারা তাদের দেশের উন্নতির জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন।'

এদিকে, সিমন ওয়াইসেন্থাল সেন্টারের ইহুদি ধর্মীয় নেতা আব্রাহাম কুপার নিউ ইয়র্ক পোস্টকে বলেন, 'সত্যিকারের মহান ও মানবতাবাদি নেতাদের পাশে হিটলারকে জায়গা দেয়াটা জঘন্য একটা কাজ। পৃথিবীর ইতিহাস সম্পর্কে খুব কম বা কিছুই জানে না এমন শিশুদের জন্য বইটি প্রকাশ করায় এটা নিন্দনীয়।'

পেগাসাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলে জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ