সাখাওয়াত উল্লাহ : সংযুক্ত আরব আমিরাতে ঘুরতে এসেছিলেন এক ইউরোপীয় পরিবার। মরুভূমি পার করার সময় হঠাৎ করেই ধুলায় গাড়ির চাকা আটকে পড়ে।
চারিদিকে ধূধূ বালির লীলাখেলা এবং সেখানে আটকা পড়ে গিয়েছিল এই পরিবারটি। তবে এরপরের ঘটনা হয়তো তারা নিজেরাও কল্পনা করতে পারেনি।
সেই একই রাস্তা দিয়ে যাচ্ছিলেন আরব আমিরাতের প্রধানমন্ত্রী এবং ভাইস প্রেসিডেন্ট শেখ মুহাম্মদ। তিনি এই পরিবারকে দেখে তার গাড়ি থামাতে নির্দেশ দেন। এরপর তাদের সাথে কিছুক্ষণ কথা বলেই তার গাড়ি বহরকে পর্যটকদের গাড়ি যথাস্থানে পৌঁছে দেওয়ার নির্দেশ দেন।
নিজের গাড়িতে করে তিনি একটি প্রধান সড়কে সেই পর্যটকদের নিয়ে যান এবং তাদের গন্তব্যস্থলের পথ দেখিয়ে দেন।
ইমারত আল ইয়ুমের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ছবিগুলো খুবই কম সময়ে ভাইরাল হয়ে যায়।
গতবছর মার্চের দিকেই তার পুত্র এবং দুবাইয়ের ক্রাউন প্রিন্স শেখ হামদান বিন মুহাম্মদ বিন রশিদ বিন মাকতুম এরকম একটি মরুভূমিতে আটকে থাকা একটি ট্রাক এবং তার চালককে উদ্ধার করেছিলেন।
এই ছোট ছোট ঘটনাগুলোই তাদের মহত্ম ফুটিয়ে তোলে!