আওয়ার ইসলাম : পূর্ব-মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডার রাজধানী কিগালিতে আজানে মাইকের ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। শব্দ দুষণের অভিযোগ এনে দেশটির দেশটির সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম বিবিসি।
কিগালির সবচেয়ে বড় মসজিদের এলাকা নেয়ারুগেঙ্গে জেলার বাসিন্দাদের অভিযোগ, দিনে পাঁচবার মাইকে আজান দেয়াতে বিরক্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়।
তবে একটি সে দেশের একটি ইসলামি সংগঠন এ সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে বলেছেন, তারা আমাদের আওয়াজের মাত্রা কমিয়ে দেয়ার কথা বলতে পারতেন। কিন্তু সরকার জানায়, এ নিষেধাজ্ঞা মুসলমানদেরকে মেনে চলতে হবে।
এদিকে জানা যায়, গত মাসে নির্মাণ আইনবিধি বহির্ভূতভাবে নির্মিত হওয়া ও শব্দ দুষণের কারণে দেড় হাজার গীর্জাও বন্ধ করে দেয়া হয়েছে দেশটিতে।
উল্লেখ্য, রুয়ান্ডাতে খ্রিষ্টানরাই সংখ্যাগুরু জনগোষ্ঠী। দেশটিতে মোট জনসংখ্যার মাত্র ৫ শতাংশ হল মুসলিম জনগোষ্ঠী।