আওয়ার ইসলাম: ভারতের মহারাষ্ট্রে তিন বাংলাদেশিকে আটক করেছে রাজ্যটির এন্টি-টেরোরিজম স্কোয়াড (এটিএস)। তবে আটকদের নাম প্রকাশ করা হয়নি।
শনিবার রাজ্যটির পুনে শহর থেকে আনসারুল্লাহ বাংলা টিমের (এবিটি) সন্দেহভাজন ব্যক্তিদের আশ্রয় দেয়ার অভিযোগে অবৈধভাবে বসবাসকারী এই তিনজনকে আটক করা হয়েছে।
রাজ্যটির এক জ্যেষ্ঠ এটিএস কর্মকর্তা বলেন, গত পাঁচ বছর ধরে বৈধ কাগজপত্র ও ভ্রমণ নথি ছাড়া ওয়ানাবাড়ি ও আকুরড়ি এলাকায় বসবাস করে আসছিলেন তারা। গ্রেপ্তারদের বয়স ২৫ থেকে ৩১ বছরের মধ্যে। তারা বাংলাদেশের খুলনা ও শরীয়তপুরের বাসিন্দা। জিজ্ঞাসাবাদে তারা এবিটি সদস্যদের আশ্রয় ও সহায়তা দেয়ার কথা স্বীকার করেছেন।
তিনি আরও বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার মহারাষ্ট্রের ওয়ানাবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে এক বাংলাদেশি গ্রেপ্তার হয়। জিজ্ঞাসাবাদে তিনি আকুরড়িতে অবৈধভাবে আরও দুই বাংলাদেশি বসবাস করছেন বলে জানান। পরে তাদেরকেও গ্রেপ্তার করা হয়।
এইচজে