রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

যুব জমিয়ত সম্মেলনে ১৯ ঘোষণা; ৩ কর্মসূচি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নূর হোছাইন কাসেমী বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিতে হবে। জনগণের জানমালের নিরাপত্তা বিধানে সরকার আন্তরিক না হলে সরকার গণবিচ্ছিন্ন হয়ে যাবে।

তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজকে মাদকাশক্তি থেকে রক্ষা করতে হলে ধর্মীয় অনুশাসনের বিকল্প নেই।

বৃহস্পতিবার (১৫ মার্চ) সকাল ১০ ঘটিকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে যুব জমিয়ত বাংলাদেশ এর উদ্যোগে আয়োজিত জাতীয় যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা জহিরুল হক ভূইয়া ,মাওলানা জুনাইদ আল হাবিব, যুগ্মমহাসচিব সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী, মাওলানা মনজুরুল ইসলাম আফেন্দি, মাওলানা তাফাজ্জুল হক আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা উবায়দুল্লাহ ফারুক, আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মাওলানা শুয়াইব আহমদ, ইউকে জমিয়ত নেতা মাওলানা নূরে আলম হামিদী, মাওলানা আব্দুল কুদ্দুস।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন মাসিক মদীনা সম্পাদক মাওলানা আহমদ বদর উদ্দীন খান। সংগঠনের সভাপতি মাওলানা শারফুদ্দীন ইয়াহইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ঘোষণাপত্র পাঠ করেন যুব জমিয়তের সাধারণ সম্পাদক গোলাম মাওলা।

আরও পড়ুন: পাকিস্তানে তাবলিগের ইজতেমা ভণ্ডুল করতে আত্মঘাতি হামলা; নিহত ৯

স্বাগত বক্তব্য রাখেন, সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক মাওলানা আখতারুজ্জামান।

সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মুফতি জাবের কাসেমী, প্রচার সচিব মাওলানা রুহুল আমীন নগরী, সদস্য নেতা মাওলানা ইসহাক কামাল।

জাতীয় সম্মেলনের ঘোষণা

সম্মেলনে বক্তারা বলেন, আমাদের যুব সমাজ জাতির আশা-ভরসার কেন্দ্রস্থল। জাতীয় জীবনে যে কোনো গুরুত্বপূর্ণ এবং আপদকালিন মুহূর্তে যুব সমাজ অগ্রণী ভূমিকা পালন করতে পারে।

আমাদের যুব সমাজকে সঠিক দিকনির্দেশনা প্রদান করা এখন সময়ের দাবী। এজন্য যুব জমিয়ত বাংলাদেশে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। যুব জমিয়ত বাংলাদেশের জাতীয় সম্মেলন উপলক্ষ্যে সরকারের প্রতি দাবিসমূহ-

* দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে উদ্বুদ্ধ করতে রাষ্ট্রীয়ভাবে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করতে হবে।

* সিলেটে মাদরাসা ছাত্র হাফেয মুজ্জাম্মিলের খুনীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

* রোহিঙ্গা সমস্যা সমাধানে অবিলম্বে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

* আসন্ন জাতীয় নির্বাচনের নিরপেক্ষতার জন্য প্রতিটি কেন্দ্রে ইমাম/আলেম প্রতিনিধি নিয়োগ করতে হবে।

* নাস্তিক্যবাদী শিক্ষাব্যবস্থা বাতিল করে সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্বারোপ করতে হবে।

*নিরীহ আলেম উলমাাদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।

* প্রাইমারী স্কুলে ধর্মীয় শিক্ষক পদে কওমীর আলেমদের নিয়োগ করতে হবে।

* সড়ক দূর্ঘটনা রোধে চালকদের ধর্মীয় বিধানের আলোকে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।

* জঙ্গি-সন্ত্রাস, হত্যা এবং অরাজকতা দূর করতে ধর্মীয় শিক্ষার প্রতি গুরুত্ব প্রদান করতে হবে।
* বেকারত্ব দূরীকরণে কার্যকর প্রদক্ষেপ গ্রহণ করতে হবে।

* নারী নির্যাতন ও ইভটিজিং বন্ধে নারীদের পৃথক শিক্ষাব্যবস্থা ও পৃথক কর্ম সংস্থানের ব্যবস্থা করতে হবে।

* যুব সমাজের চরিত্র বিধ্বংসী কর্মকাণ্ড রোধে অশ্লীল বিলবোর্ড, নগ্ন বিজ্ঞাপন ও সিনেমা প্রদর্শন এবং মাদকদ্রব্যের বিক্রয় বন্ধ করতে হবে।

* প্রশিক্ষণের মাধ্যমে মানব সম্পদ উন্নয়ন, কর্মসংস্থানের বৃদ্ধি ও দারিদ্র্যতা দূর করতে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

* আত্মকর্মসংস্থানের মাধ্যমে শহরমুখী জনস্রোত এবং গ্রামীণ অর্থনীতি ও ভারসাম্য রক্ষা করতে হবে।

* জনশক্তি সদ্ব্যবহারের মাধ্যমে দেশের উন্নয়ন তরান্বিত করতে হবে।

* দেশপ্রেমে যুব সমাজকে উদ্বুদ্ধ করা এবং স্বেচ্ছাসেবামূলক কাজে উৎসাহিত করার মাধ্যমে জাতির উন্নয়ন সাধন করতে হবে।

* কর্মমুখী বা বৃত্তিমূলক শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন করতে হবে।

* সম্প্রতি নেপালে বিমান দূর্ঘটনায় শোক প্রকাশ ও নিহতদের পরিবারের প্রতি যুব জমিয়ত বাংলাদেশের পক্ষ থেকে গভীর সমবেদনা প্রকাশ করা হচ্ছে।

* জেরুজালেমকে ফিলিস্তীনের রাজধানী ঘোষণা করতে হবে।

* ভারতীয় নদী আগ্রাসনের বিরুদ্ধে জনমত গঠন করতে হবে।

কর্মসূচি

* আগামী ৩ (তিন) মাসের মধ্যে দেশের প্রতেক জেলা ও মাহনগরের দায়িত্বশীলদৈর নিয়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন।

* ১০ এপ্রিলের মধ্যে প্রতিটি জেলা ও মহানগরী সদস্য সংগ্রহের রিপোর্ট পেশ করা।

* জঙ্গিবাদ ও সন্ত্রাস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জন্য যুব জমিয়তের পক্ষ থেকে প্রতি শাখা থেকে আলোচনা সভার ব্যবস্থা গ্রহণ করা।

মাওলানা মুহাম্মদ আলীর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুব জমিয়তের সাবেক সভাপতি মাওলানা মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা বশিরুল হাসান, সিলেট মহানগর সভাপতি কবির আহমদ, কিশোরগঞ্জ জেলা সভাপতি মুফতি মিজানুর রহমান, ময়মনসিংহ জেলা সভাপতি আব্দুল্লাহ আল বাকি, নেত্রকোনা প্রতিনিধি নেত্রকোনা-৫ (র্পূবধলা) আসনের জমিয়ত মনোনীত প্রার্থী প্রিন্সিপাল আব্দুল ওয়াহহাব হামিদী, হাফিজ মাওলানা আতাউর রহমান, মাওলানা মুফাজ্জল হোসেন,মাওলানা মাসউদ আজহার,মাওলানা সাইদুর রহমান, সুনামগঞ্জ প্রতিনিধি, হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদ, মাওলানা মুখতার আহমদ, মাওলানা আব্দুল কাদির জিলানী, মাহদী হাসান মিনহাজ, আব্দুল হামিদ খান প্রমুখ। সম্মেলনে উকাব স্মারকের মোড়ক উন্মোচন করেন প্রধান অতিথি।

আরও পড়ুন: ‘আল্লামা’ শব্দের ব্যবহার নিয়ে বিভ্রান্তি

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ