শায়খ আহমাদুল্লাহ
আলেম ও দাঈ
গত সোমার নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনা আমাদের যে শিক্ষা বা বার্তা দিয়ে যায় আমাদের তা মানোযোগ ও গুরুত্বের সাথে গ্রহণ করা উচিৎ।
এ দুর্ঘনা আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহ তায়ালা আমাদের কার মৃত্যু কোথায় কীভাবে রেখেছেন আমরা কেউ জানি না। তাই একজন মুমিন ও সতর্ক মৃত্যুর জন্য সবসময় প্রস্তুত থাকতে হবে।
আল্লাহ তায়ালা আমাদের সতর্ক করে দিয়ে কুরআনের অসংখ্য জায়গায় এ সম্পর্কে আলোচনা করেছেন।
মৃত্যু সম্পর্কে সতর্ক করে দিয়ে আল্লাহ ঘোষণা করেন, হে রাসুল সা. আপনি বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য, দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদের জানিয়ে দিবেন সেসব কর্ম, যা তোমরা করতে। (সুরা জুম’য়া ৬২:৮)
শায়খ আহমাদুল্লাহর গুরুত্বপূর্ণ আলোচনার পুরোটা শুনতে ভিডিওতে ক্লিক করুন
https://www.facebook.com/561442137524182/videos/619274078407654/
বিমানের যাত্রীরা চিৎকার করে দোয়া পড়ছিল