আওয়ার ইসলাম: এতবড় ভয়ঙ্কর প্রাণী দেখলে যে কেউ ভয় পাবে। বিশাল বিপু, চোখ নেই। হা-মুখের দু-পাটিতে ধারালো দাঁতের সারি। চোখহীন শিকারি শরীরী গড়ন আরও ভয়ংকর করে তুলেছে সামুদ্রিক এই প্রাণীটিকে। হারিকেন হার্ভে শুধু মানুষজনকেই ঘরছাড়া করেনি। উথালপাথাল সমুদ্রগর্ভ থেকে তুলে এনে আছড়ে ফেলেছে টেক্সাসের সৈকতে। কস্মিনকালেও কেউ কদাকার এই সামুদ্রিক প্রাণীটিকে দেখেছেন বলে মনে করতে পারছেন না।
যে কারণে কৌতূহল। আতঙ্কিত কেউ কেউ। একই সঙ্গে চলছে জল্পনা। প্রাণীর জাত বিচার। ঠিকুজিকুষ্টির খোঁজ। নানা মুনির নানা মত। প্রাণী বিশেষজ্ঞরা সন্দিহান। কারও দাবি, এটা ফ্যাংটুথ স্নেক-ইল। কেউ বলছেন, এটা এক ধরনের মাছ। নিশ্চিত নন কেউ-ই। কুলগোত্রের খোঁজ চলছেই।
ন্যাশনাল অডুবন সোসাইটির প্রীতি দেশাইয়ের লেন্সবন্দি করেছেন বিরলদর্শন এই সামুদ্রিক প্রাণীটিকে। হারিকেন হার্ভের পর টেক্সাস সিটি বিচে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন।
অদ্ভুতদর্শন প্রাণীটির পরিচয় জানতে গত সপ্তাহে নিজের ট্যুইটারে ছবি পোস্ট করেন। তারপরেই আসছে অজস্র মতামত। সামুদ্রিক প্রাণীটিকে ঘিরে ত্রস্ত আমেরিকা।