আবদুল্লাহ তামিম: ইরাকি কেন্দ্রীয় অপরাধ আদালত তাকফিরি বাহিনী আইএসের বেশ কয়েক নারী সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসী রায় ঘোষণা করেছে।
ইরাকি কেন্দ্রীয় অপরাধ আদালত তাকফিরি আইএসের বেশ কয়েক নারী সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসী রায় ঘোষণা করেছে। দোষী সাব্যস্তদের মধ্যে আইএস তথা আইএসের নেতা আল বগদাদীর বোনও রয়েছে।
ইরাকের আল-আহাদ টিভি কিছু উৎস উদ্ধৃত দিয়ে এক প্রতিবেদনে বলেছে, ইরাকি কেন্দ্রীয় অপরাধ আদালত নজলা'কে (আবু বকর আল বাগদাদীর বোন) মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। আইএসের অপর ১৪ সদস্যকে যাবজ্জীবন কারাদণ্ড দণ্ডিত করেছে।
সাজাপ্রাপ্ত নারীদের মধ্যে ১০ জন তুরস্কের এবং ৪ জন আজারবাইজানের নাগরিক।
আল আহাদ টেলিভিশন আরও জানিয়েছে, এছাড়াও আইএসের সাথে জড়িত থাকার অভিযোগে অতি শীঘ্রই ১৪ জন বিদেশী নারী এবং দুই জন ইরাকী নারীর রায় ঘোষণা করা হবে।
তাদের অপরাদ হলো তারা আইএসে যোগ দিয়েছে ও আইএসের হয়ে কাজ করেছে।
সূত্র: ইকনা