হামিম আরিফ: সাম্প্রতি বেশ কিছু ইস্যুতে বৈঠকে বসতে যাচ্ছে কওমি মাদরাসা সর্বোচ্চ অথরিটি আল হাইআতুল উলয়া।
আগামী ১২ মার্চ সকাল ১০ টায় চট্টগ্রামের হাটহাজারী মাদরাসায় এ বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানা গেছে। এতে সভাপতিত্ব করবেন সংস্থাটির চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফী।
জানা গেছে বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে। এর মধ্যে আল-হাইআতুল উলয়ার অধীনে নিবন্ধিত মাদরাসাসমূহের বোর্ড পরিবর্তন বিষয়টি বেশি গুরুত্ব পাবে।
কিছু দিন আগে চারটি মাদরাসা বেফাক বোর্ড থেকে ভিন্ন বোর্ডে যোগ দেয়ায় তারা হাইআতুল উলয়া’র অধীনে পরীক্ষা দিতে পারবে না বলে নোটিশ দিয়েছিল বেফাক। কিন্তু এ নিয়ে ভেতরে ভেতরে চলছে অসন্তোষ। বিষয়টির নিষ্পত্তির জন্য এ বৈঠকে আলোচনা হবে বলে জানা যায়।
আল্লামা শাহ আহমদ শফী স্বাক্ষরিত আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়।
বিবৃতিতে ১৫ মে ২০১৭ তারিখে অনুষ্ঠিত দাওরায়ে হাদীস (তাকমীল) পরীক্ষার পর ইবতিদাইয়া’হ থেকে তাকমীল স্তরের নতুন যেসব মাদরাসা প্রত্যেক বোর্ডে অন্তর্ভুক্ত হয়েছে, বোর্ডের সদসদের সেগুলোর তালিকা সঙ্গে নিয়ে যাওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন: বেফাক নিয়ে ফরীদ উদ্দীন মাসঊদের অভিযোগ: যা বললেন বোর্ড নেতারা