তাওহীদ আদনান
দেওবন্দ থেকে
সিরিয়ায় চলমান জুলুম নির্যাতন ও গণহত্যার প্রতিবাদে গতকাল দেওবন্দে অনুষ্ঠিত হয়েছে এক প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল৷ দেওবন্দের সুপ্রসিদ্ধ সংগঠন আবনায়ে মাদারেসে আরাবিয়ার নেতৃত্বে ডাকা হয় প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল৷ মিছিলে সর্বসাধারণের ব্যাপক উপস্থিতি ও প্রতিবাদ ছিল চোখে পড়ার মতো৷
আবনায়ে মাদারাসে আরাবিয়ার ডাকা উক্ত আন্দোলনে সংগঠনের কর্মী ও সদস্যরা ছাড়াও দারুল উলুম দেওবন্দের শত শত ছাত্র অংশ নেয় ৷ সকলেই যার যার স্থান থেকে প্রতিবাদ করে যাচ্ছিল সিরিয়ার চলমান জুলুম নির্যাতনের৷
সিরিয়ায় চলমান জুলুম নির্যাতনের বিরুদ্ধ মুহূর্মুহু শ্লোগাণ উচ্চারিচ হচ্ছিল মিছিলজুড়ে৷ আন্দোলনকারীরা ভিন্ন ভিন্ন ফেস্টুট ও প্ল্যাকার্ড নিয়ে করেছে প্রতিবাদ৷
আন্দোলনের গণ জমায়েতে ভাষণ দিয়েছেন সংগঠন নেতা-কর্মীরা৷ ভাষণে সকলেই উদাত্ত আহ্বান জানিয়েছেন সিরিয়ায় চলমান জুলুম-নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলার৷ যার যার সাধ্য অনুযায়ী প্রতিবাদে নেমে যেতে আহ্বান জানিয়েছেন তারা৷
আন্দোলনের মঞ্চ থেকে আবনায়ে মাদারিসে আরাবিয়ার নেতা কর্মীরা জাতিসংঘের প্রতি দাবী জানিয়েছেন সিরিয়ার দিকে নজর ফেরাতে৷ চলমান জুলুম নির্যাতন বন্ধের জন্য জোরালো পদক্ষেপ নিতেও আহ্বান করেছেন তারা৷
সংগঠনের নেতা-কর্মীরা সিরিয়া ইস্যুতে পুরো বিশ্বের মুসলমানকে এক হয়ে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন৷
এইচজে