আওয়ার ইসলাম: ভারতের অযোধ্যায় বাবরী মসজিদের জমি রাম মন্দির তৈরীর জন্য দিয়ে দেওয়ার পক্ষপাতিত্ব করা মাওলানা সালমান নাদভী বলেছেন যে তিনি অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল’ বোর্ডে ফিরে আসতে ইচ্ছুক। বোর্ডে ফিরে আসার জন্য তিনি শর্ত দিয়েছেন, আসাদউদ্দিন ওয়েসী ও কামাল ফারুকী সহ চারজনকে বোর্ড থেকে বাদ দেওয়া হোক।
মাওলানা সালমান নাদভীর এই বয়ানে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে মজলিসে এত্তেহাদুল মুসলিমিনের প্রধান ও হায়দারাবাদের এমপি ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেছেন, ‘আজ যদি কেউ বলে যে, আসাদউদ্দিনকে বোর্ড থেকে বের করে দাও তাহলে আমি বেরিয়ে যাব।
আরে জনাব, বের করে দেওয়া দূরের কথা কেউ যদি বলে বাবরী মসজিদের জন্য শহীদ হয়ে যাও, তাহলেও এই প্রাণ দিতে রাজি আছি। যদি আমার প্রাণ নিলে মসজিদ হয়ে যায়, তাহলে আমার প্রাণ নিয়ে নাও, কিন্তু মসজিদকে নিয়ে চুক্তি করো না।’
এইচজে