আওয়ার ইসলাম : সিরিয়ায় পূর্ব ঘৌটায় অস্ত্রবিরতি ঘোষণার পরও বিমান হামলা চলছে। শনিবার দেশটিতে বিমান হামলায় অন্তত ২১ জন বেসামরিক নিহত হয়েছেন। তুর্কি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, মুহাম্মাদিয়া শহরে ৫ জন প্রাণ হারিয়েছেন, দুমা শহরে নিহত হয়েছেন ১০ জন। হোয়াইট হেলমেটস নামে পরিচিত সিরিয়ান সিভিল ডিফেন্স জানায়, বিমান হামলায় আহত হয়েছে তাদের কর্মীও।
মিসরাবা ও দুমা শহরের মধ্যবর্তী এলাকায় রকেট ও মর্টার হামলায় নিহত হয়েছেন তিনজন। শনিবার অন্তত ৪০টি বিমাস হামলা চালিয়েছে প্রেসিডেন্ট বাশার আল আসাদ অনুগত বাহিনী। দেড় সপ্তাহ ধরে চলা বিমান হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৭১৮ জন।
আসাদ সরকারের বিরোধীদের সর্বশেষ শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত পূর্ব ঘৌটায় প্রায় ৪ লাখ মানুষের বাস। ২০১৩ সাল থেকে এলাকাটি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে ধারাবাহিক বিমান হামলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের তীব্র নিন্দার পর নিরাপত্তা পরিষদে ৩০ দিনের অস্ত্রবিরতির প্রস্তাব সর্বসম্মত পাস হয়। কিন্তু তারপরও বিমান হামলা বন্ধ না হওয়ায় ওই অস্ত্রবিরতি এখনও কার্যকর হয়নি।
তথাকথিত অস্ত্রবিরতির পরও এখন পর্যন্ত ১০৩ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২২ শিশু ও ৪৩ জন নারী রয়েছেন। তিনি আরও বলেন, পূর্ব ঘৌটার আবাসিক এলাকা লক্ষ্য করে সিরীয় ও রুশ বিমানের কৌশলগত হামলা এখনও বন্ধ হয়নি। বাংলা ট্রিবিউন।