আবদুল্লাহ তামিম
ইরানের সহায়তায় হুতি বিদ্রোহীরা এ পর্যন্ত কয়েকবার সৌদি আরব আক্রমণ করেছে বলে তথ্য দিয়েছে মার্কিন পেন্টাগন।
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দফতরের মুখপাত্র ডানা হোয়াইট বৃহস্পতিবার সাংবাদিকদের জানান, সন্ত্রাসবাদ মোকাবেলায় ইয়েমেনে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে সৌদি আরব সমর্থন করেছে।
হোয়াইট ব্যাখ্যা করে বলেন যে, মার্কিন যুক্তরাষ্ট্র্র জাতীয় ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিষয়ে রাশিয়াকে হুমকি দেয়ার উদ্দেশ্যে কখনোই কিছু বলে নি।
যুক্তরাষ্ট্র সব সময় চেষ্টা করে ইউরোপসহ বিভিন্ন দেশের ক্ষেপণাস্ত্র ব্যবহার যেনো একটি নিয়মের মধ্যে চলে আসে। ইরান ও উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের স্বার্থ বিরোধী হুমকিকে প্রতিহত করার জন্যই তারা নিয়ম করেছিলো বলে মনে করেন অনেকে।
তাই পেন্টাগন মনে করে যে ইরানের সহযোগিতায় হুতিরাই সৌদিতে গুপ্ত হামলা চালিয়েছে বেশ কয়েকবার।
সূত্র: আরব নিউজ