আওয়ার ইসলাম: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন প্রকল্পের সুষ্ঠু ও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ, ভারত ও রাশিয়ার মধ্যে বেসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষর হয়েছে। গতকাল মস্কোয় এক অনুষ্ঠানে এ চুক্তি স্বাক্ষর হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এসএম সাইফুল হক, ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরন ও রোসাটমের উপ-মহাপরিচালক নিকোলে স্পাস্কি।
আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে জানা গেছে। এ চুক্তির ফলে ভারতের পরমাণু বিজ্ঞানী ও পরমাণু বিজ্ঞান প্রকল্প সংক্রান্ত ব্যবস্থাপনা কুশলীরা রাশিয়া ও বাংলাদেশ সরকারের সম্মতিক্রমে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পটিতে কাজ করার সুযোগ পাবেন।
বাংলাদেশি বিজ্ঞানীরা মনে করছেন এ চুক্তিস্বাক্ষর বাংলাদেশের উন্নয়নে বেশ সহায়তা করবে।
রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিভিন্ন সরঞ্জাম ও উপাদান দিয়ে ভারত সহযোগিতা করবে বলেও জানা যায়।
কওমি স্বীকৃতি নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক; আইন চূড়ান্ত করছে সরকার