আওয়ার ইসলাম : যুক্তরাষ্ট্র সফরে যাবেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। ১৯ শে মার্চ তার এ সফর শুরু হবে। সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান করবেন।
বুধবার সৌদি আরবের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। সৌদি সরকারের একটি সূত্র বলেছেন, এ সফরে যুবরাজ সালমান ওয়াশিংটন, নিউ ইয়র্ক ও বস্টন শহর পরিদর্শন করবেন। তবে এখনও তার সফরের বিস্তারিত চূড়ান্ত করা হয় নি।
এর আগে, গত বছর সৌদি আরব সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
একই রিপোর্টে বলা হয়েছে, যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ৭ই মার্চ বৃটেন সফরে যাবেন। সেখানে বৃটিশ প্রধানমন্ত্রী তেরেসা মের সঙ্গে সন্ত্রাস ও সামাজিক সংস্কার নিয়ে আলোচনা করবেন।
সেখানে তিনি এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত অবস্থান করবেন। বুধবার সৌদি আরবের একজন কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এদিকে গালফ নিউজ জানিয়েছে, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সফরের আগে আগামী রবিবার মিশর সফরে যাবেন যুবরাজ সালমান।