শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

মালিতে মাইন বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

মালিতে শান্তিরক্ষী হিসাবে এখন আটশো সেনা সদস্য নিয়োজিত আছে। মালিতে রাস্তার পাশে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীতে থাকা বাংলাদেশি চার সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো চারজন।

বুধবার মালির মোপ্তি এলাকার বনি ও দোয়েন্তজা শহরের একটি সড়কে গাড়িতে করে যাওয়ার সময় এই হতাহতের ঘটনা ঘটে।

হতাহতরা বাংলাদেশি সেনা সদস্য বলে বাংলাদেশের আন্তঃ বাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

আইএসপিআর জানিয়েছে, মালির স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে দোয়েঞ্জা নামক স্থানে ভয়াবহ আইইডি বিস্ফোরণে চার বাংলাদেশি শান্তিরক্ষী নিহত ও আরো চারজন আহত হয়।

ওই এলাকায় আগের দিন একই ধরণের ঘটনায় মালির চারজন সেনা সদস্য নিহত হয়েছে।

এর আগে গত বছরের সেপ্টেম্বর মাসে মালিতে বিদ্রোহীদের হামলায় তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত আর চারজন আহত হয়েছিল।

দেশটিতে এখন আটশো জন বাংলাদেশি সেনা সদস্য জাতিসংঘের শান্তিরক্ষার কাজে নিয়োজিত রয়েছে। এর বাইরে বাংলাদেশ পুলিশের অনেক সদস্যও দেশটিতে শান্তিরক্ষী হিসাবে কাজ করছেন।

২০১৩ সাল থেকে মালিতে কাজ করছে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী।

১৯৬০ সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে মালির ইতিহাস অস্থিরতায় পরিপূর্ণ।

দীর্ঘ সামরিক শাসন এবং গোষ্ঠিগত সংঘাতে বিপর্যস্ত এ দেশটিতে বাংলাদেশের শান্তিরক্ষীরা কাজ শুরু করে ২০১৪ সালের এপ্রিল মাসে।

২০১২ সাল থেকে দেশটিতে সংঘাতের জোরালো হয়। দেশটিতে স্থিতিশীলতা রক্ষার জন্য সরকার ও বিদ্রোহীদের মধ্যে শান্তিচুক্তি হলেও সেটি টেকসই হয়নি।

সূত্র: বিবিসি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ