আওয়ার ইসলাম : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিখাতে গবেষণার মাধ্যমে রফতানি আয় বাড়াতে হবে । তিনি বলেন, সরকারের ধারাবাহিকতা আছে বলেই দেশের মানুষ সব দিক থেকে স্বস্তিতে বাস করতে পারছে।
বহস্পতিবার (১ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেছেন, ৯৮ সালের বন্যায় দেশের পরিস্থিতি ছিল ভয়াবহ। বিশ্ব ব্যাংক বলেছিল মানুষ খাবার না পেয়ে মারা যাবে। কিন্তু একটা মানুষও না খেয়ে মারা যায়নি।
প্রধানমন্ত্রী বলেন, গত বছরও বারবার বৃষ্টি ও বন্যায় হাওরে ফসলের ক্ষতি হয়েছে। তবে আমরা খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করেছি। আমরা নদীনালা ড্রেজিংয়ের উদ্যোগ নিয়েছে। সব খাল, বিল, পুকুর সংস্কারের উদ্যোগ নিয়েছি।