শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসানের ইন্তেকালে খেলাফত মজলিসের শোকপ্রকাশ

'হাতিঝিলের মসজিদ উচ্ছেদ; মুসলমানদের জন্য কলঙ্কজনক’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম 
ডেস্ক

বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সভাপতি ও জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসার শাইখুল হাদীস  মাওলানা মামুনুল হক বলেন, মসজিদের নগরীখ্যাত আমাদের ঢাকা শহর। এই শহরে মুসলমানদের ধর্মীয় ইবাদতের স্থান ‘মসজিদ’ উচ্ছেদ করা হয়েছে; যা এদেশের মুসলমানদের জন্য কলঙ্কজনক ঘটনা।

যে অজুহাতে হাতিরঝিলের মসজিদটি উচ্ছেদ করা হয়েছে, ধর্মপ্রাণ জনগণ তা কখনো মেনে নিবে না। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

গতকাল (মঙ্গলবার) সিরিয়ার নির্মম হত্যাযজ্ঞ বন্ধ ও সৌন্দর্য বর্ধনের নামে হাতিরঝিলে মসজিদ উচ্ছেদের প্রতিবাদে যুব মজলিস ঢাকা মহানগরীর বিক্ষোভ মিছিল পরবর্তি সংক্ষিপ্ত সমাবেশে  মাওলানা মামুনুল হক এসব কথা বলেন।

সরকারের প্রতি আহ্বান জানিয়ে মাওলানা মামুনুল হক বলেন,  সাথে সাথে সরকার ও সংশ্লিষ্টদের কাছে জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে মসজিদটি পুনঃনির্মাণের ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আলেমদের এই দায়িত্ব দেয়া হোক। অন্যাথায় এদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরামের নেতৃত্ব তৌহদী জনতাকে সাথে নিয়ে হাতিরঝিল অভিমুখে যাত্রা করবো আমরা।

এছাড়াও সিরিয়ায় সাম্প্রতিক নৃসংশতার নিন্দা জানানো হয় মিছিল থেকে। মাওলানা মামুনুল হক বলেন, সিরিয়ার গৌতায় মুসলিম শিশু ও নারীদের উপর যে নৃসংশতা চলছে আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এসময় তিনি ওআইসি ও বিশ্ব মুসলিম নেতৃবৃন্দদের সিরিয়ার পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

উল্লেখ্য,  হাতিরঝিলের সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে লেকের উপর বাঁশ-কাঠে নির্মিত বাইতুল মাহফুজ মসজিদটি গত কয়েকদিন আগে ভেঙ্গে ফেলা হয়। এরপর থেকে এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠে। এবং ওলামায়ে কেরাম এর নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসছেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ