সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

আওয়ার ইসলাম ঘুরে গেলেন কাতার প্রবাসী মাওলানা জমির মাহমুদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডকটম ঘুরে গেলেন কাতার প্রবাসী বিশিষ্ট আলেমে দীন মাওলানা জমির মাহমুদ।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় আওয়ার ইসলামের মুগদার অফিসে এসেছিলেন তিনি। এসময় তাকে ফুলেল শুভেচ্ছা জানান আওয়ার ইসলামের সম্পাদক হুমায়ুন আইয়ুব।

শুভেচ্ছা বিনিময়ে আরও ছিলেন নির্বাহী সম্পাদক রোকন রাইয়ান, বার্তা সম্পাদক আবদুল্লাহ তামিম, মফস্বল সম্পাদক রকিব মুহাম্মদ, প্রতিবেদক কাউসার লাবীব, অর্থ ব্যবস্থাপক সাজিদ সুমন ও ইভেন্ট সমন্বয়ক তামিম আহমদ।

মাওলানা জমির মাহমুদ দীর্ঘদিন ধরে কাতারের অবস্থান করছেন। ইসলামী জনকল্যাণ সংস্থা কাতারের সহ সাধারণ সম্পাদক। দেশে আল মাহমুদ ফাউন্ডেশনের অন্যতম ব্যবস্থাপকও তিনি। যুক্ত রয়েছেন বেশ কিছু সামাজিক সংগঠনের সঙ্গেও।

সংস্থাগুলোর বাংলাদেশের আনাচে কানাচে দরিদ্র ও এতিম জনগোষ্ঠীর মধ্যে সেবা ও শিক্ষার আলো বিলিয়ে যাচ্ছেন নিরন্তর।

মাওলানা জমির মাহমুদ আওয়ার ইসলাম পরিবারের সঙ্গে মতবিনিময়ে বলেন, আওয়ার ইসলাম ইতোমধ্যেই সবার মধ্যে আস্থা তৈরি করতে পেরেছে। সংবাদে গ্রহণযোগ্যতা অর্জন করতে পেরেছে গণমানুষের। এ লক্ষ্যে এগিয়ে যেতে পারলে মানুষ এক শ্রেণির মিডিয়া থেকে যে প্রোপাগাণ্ডার শিকার হয় তা থেকে বাঁচতে পারবে ইনশাল্লাহ।

তিনি আওয়ার ইসলামের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এর সঙ্গে সাহস ও সহযোগিতায় পাশে থাকার আশ্বাস দেন।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ