শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান ঢাকাস্থ চাঁদপুর ফোরামের সেতুবন্ধন সভা অনুষ্ঠিত অর্থবহ সংস্কারের আগে নির্বাচন নয়: প্রিন্সিপাল মোসাদ্দেক বিল্লাহ বিস্ময়কর হাফেজ শিশুর সঙ্গে শায়খ আহমাদুল্লাহ মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর জানাযা ও দাফন সম্পন্ন ১৬ টি বছর জুলুম-ষড়যন্ত্রের মধ্যে ছিল মাদরাসার ছাত্ররা: ড. শামছুল আলম  ‘সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় সংস্কার কমিশন’

অনিয়ম-অব্যবস্থাপনার অভিযোগে ২৭ হজ এজেন্সির লাইসেন্স বাতিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম :  অনিয়ম ও অব্যবস্থাপনায় জড়িত ২৭ হজ এজেন্সির লাইসেন্স বাতিল করেছে সরকার। সেই সঙ্গে আরও ৩৫ এজেন্সির লাইসেন্স বিভিন্ন মেয়াদে স্থগিত, জামানতের টাকা বাজেয়াপ্ত ও ১০ লাখ টাকা পর্যন্ত অর্থদ- দেওয়া হয়েছে।

৬২ হজ এজেন্সির বিরুদ্ধে,  সৌদি আরবে নিয়ে হাজিদের কষ্ট দেওয়া, চুক্তিহীন বাড়িতে রাখা, অতিরিক্ত টাকা আদায়, এজেন্সির মোনাজ্জেম দায়িত্ব পালন না করার কারণে এসব শাস্তি দেওয়া হচ্ছে বলে গতকাল ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখার এ সংক্রান্ত নোটিশ থেকে  জানা যায়।

এছাড়া মোয়াল্লেম ফি পরিশোধে গড়িমসি করায় ৫৬টি হজ এজেন্সিকে সতর্ক করা হয়েছে। তাদের কারণেই ২০১৭ সালের হজ ব্যবস্থাপনায় ব্যাপক বিশৃঙ্খলা হয়।গতকাল ধর্ম মন্ত্রণালয়ের হজ শাখা এ তালিকা প্রকাশ করেেএসব এজেন্সিকে বিভিন্ন অনিয়মের কারণে সতর্ক করে নোটিশ দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সতর্ক করা এজেন্সিগুলো হলো- মক্কা বাবে জান্নাত ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সুলতান ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ইকনোমিক টাভেলস সার্ভিস, লন্ডন এয়ার ট্রাভেলস, আজমল ট্রেড ইন্টারন্যাশনাল, জানুস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, নিলময় ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আমাতুন এয়ার ট্রাভেলস সার্ভিসেস, কেবি এয়ার ইন্টারন্যাশনাল, জুবলী এয়ার ইন্টারন্যাশনাল।

সিটি নিয়ন ট্রাভেলস, বিলাশ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সানস্টার সার্ভিসেস, মক্কা আরাফা মদিনা গ্রুপ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ঢাকা ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মিলেনিয়াম এয়ার সার্ভিস, এন আল-আমিন হজ কাফেলা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এমআরবি ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, রিলেশন ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, সামিন ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এফএম ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, সিদ্দিকীয় ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, বেষ্ট ফ্লাই ইন্টারন্যাশনাল।

হাবীব এয়ার ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, ফারুক ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, আল-হায়াত এভিয়েশন, জামান এন্টারপ্রাইজ, মারভেলাস এয়ার ট্রাভেলস লিমিটেড, অ্যাবকো ওভারসিজ, লিমা ট্রাভেলস এজেন্সি, ইফাজ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, এমএইচএম ওভারসিজ, কারাবেল এয়ার ইন্টারন্যাশনাল, এয়ার টাইমস ইন্টারন্যাশনাল, এমসিও ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, মাস্টার এয়ার ইন্টারন্যাশনাল, লাব্বাইক হজ সার্ভিসেস, কাজী এয়ার ইন্টারন্যাশনাল।

আব্দুল আজিজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরিজম, সানফ্লাওয়ার এয়ার লিঙ্কার্স, এমএএম ইন্টারন্যাশনাল ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, এনই এয়ার সার্ভিস, আল-জুবায়ের ট্রাভেলস এজেন্সি, মদিনা ট্রাভেলস, আদিল ওভারসিজ, ফাতেমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস হজ সার্ভিস, আল-মানার ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, প্লানেট ইন্টারন্যাশনাল ট্রাভেলস, এম নূর-ই মদিনা হজ ট্রাভেলস অ্যান্ড ট্যুরস, গ্রিন ইন্টারন্যাশনাল ট্রাভেলস, আল-আমানত ট্রাভেলস, ইকো এভিয়েশন অ্যান্ড টুরিজম, শাবনাম এয়ার ব্রিজ এবং পেনাং ট্রাভেলস অ্যান্ড ট্যুরস।


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ