সোমবার, ২১ এপ্রিল ২০২৫ ।। ৭ বৈশাখ ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, প্রতিবাদ জানালেন শায়খ আহমাদুল্লাহ বিবাহ একটি ইবাদত, এর পবিত্রতা রক্ষা করা জরুরি নারী অধিকার কমিশনের সুপারিশে আলেম প্রজন্ম-২৪-এর আপত্তি  জুলাই-আগস্টের ত্যাগের পরও কাঙ্ক্ষিত বাংলাদেশ পাইনি: মির্জা ফখরুল নারীবিষয়ক সুপারিশগুলো কোরআন-হাদিসের সুস্পষ্ট লঙ্ঘন: জামায়াত আমির ‘১৬ বছরের জঞ্জাল দূর না করে নির্বাচন দিলে সমস্যা সমাধান হবে না’  প্রধান উপদেষ্টার কাছে স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রতিবেদন জমা সরকারি নিবন্ধন পেল সাংস্কৃতিক সংগঠন ‘কলরব’ ‘সিরাহ মিউজিয়াম’ চালু করছেন মাওলানা মিজানুর রহমান আজহারী মহাসমাবেশ সফল করতে যেসব কর্মসূচি নিয়েছে হেফাজত

৫২-এর ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও দু'আ মাহফিল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

খেলাফতে ইসলামীর মহাসচিব ও ইসলামী ঐক্যজোটের যুগ্ম মহাসচিব মাওলানা ফজলুর রহমান বলেছেন, ভন্ড পীর ও বেদআতিরা সমাজের জন্য ক্যানসার। এই ক্যানসার ছড়িয়ে পড়ছে দেশের আনাচে কানাচে। এতোদিন কৌশলে তারা সরলমনা মুসলমানদের ঈমান ছিনিয়ে নিত।

আর এখন সন্ত্রাসী কায়দায় হক্বপন্থী আলেম-উলামা ও কওমী মাদ্রসা পড়–য়া ছাত্রদের প্রাণও কেড়ে নিতে শুরু করেছে। গতকাল রাতে সিলেটের জৈন্তাপুরে ভন্ড আটরশি পীরের জঙ্গী মুরিদদের অতর্কিত হামলায় শহীদ হয়েছে মাদ্রাসা পড়–য়া দু’ ছাত্র। আহত হয়েছেন আরো অনেকে। এ ঘটনায় উত্তপ্ত পুরো দেশ।

তিনি বলেন, ভন্ড বিদআতিদের সহিংস তান্ডবের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। অন্যথায় ঈমান নিয়ে সমাজে বসবাস কষ্টসাধ্য হয়ে পড়বে। আজ মঙ্গলবার বিকেল ৪টায় পল্টনস্থ কার্যালয়ে ইসলামী ছাত্র খেলাফত বাংলাদেশ আয়োজিত ৫২-এর ভাষা শহিদদের স্মরণে আলোচনা সভা ও দু'আ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ছাত্রনেতা মুহা.খোরশেদ আলমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ আবুল হাসিম শাহী, সাংগঠনিক সম্পাদক মুহিউদ্দিন, দপ্তর সম্পাদক ইলিয়াছ আহমদ, অন্যতম নেতা আরিফুর রহমান, ইরফান পাঠানসহ অন্যান্য নেতৃবন্দ।

মাওলানা ফজলুর রহমান আরো বলেন, মাতৃভাষার খোদার সেরা দান। ভাষা শহীদগণ দেশের অমূল্য সম্পদ। ১৯৫২ সালে তারা রাজপথে ভাষার জন্য রক্ত দিয়ে বিশ্বে এক অনন্য নজির স্থাপন করে গেছেন।

ছাত্রনেতা মোঃ খোরশেদ আলম বলেন, ২১ ফেব্রুয়ারী ভাষা দিবস আর্ন্তজাতিক স্বীকৃতি পেলেও আমাদের দেশে সরকারী-বেসরকারী অনেক অফিসেও বাংলা ভাষা উপেক্ষিত। আমরা রাষ্ট্রের সকল স্তরে বাংলা ভাষাকে দেখতে চাই। এটা এখন সময়ের দাবী।

 


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ