আওয়ার ইসলাম: রওশন এরশাদের বক্তব্যের পর পার্লামেন্টে বিরোধী দলের ভুমিকা নিয়ে জাতীয় পর্টির প্রশংসা করলেন প্রধামন্ত্রী শেথ হাসিনা।
জাতীয় পার্টি সরকারি না বিরোধী দল–এ নিয়ে প্রশ্ন তোলে দলটির সম্মান বাঁচাতে মন্ত্রীসভা থেকে জাতীয় পার্টির এমপিদের বাদ দিতে প্রধানমন্ত্রীর প্রতি রওশন এরশাদের আহ্বানের পর সংসদে প্রধামন্ত্রী জাতীয় পার্টির ভুমিকা নিয়ে প্রশংসা করে বক্তব্য দেন।
প্রধানমন্ত্রী বলেন, রওশন এরশাদের নেতৃত্বে জাতীয় পার্টি সংসদে অত্যন্ত গঠনমূলক আলোচনা করছে, গঠনমূলক সমালোচনা করছে।
জাতীয় পার্টির প্রশংসা করে তিনি বলেন, একটা সময় এদেশে আমি দেখেছি পার্লামেন্টে বিরোধী দলে যারা ছিল, বিশেষ করে বিএনপি যখন ছিল; তখন এই পার্লামেন্টে যে সমস্ত অশালীন কথা বলা হতো; যা ভাষায় উচ্চারণ করা যায় না।
রওশন এরশাদের নেতৃত্বে বর্তমানে আমাদের বিরোধী দল জাতীয় পার্টি এখানে গঠনমূলক দায়িত্ব পালন করছে। অত্যন্ত গঠনমূলক আলোচনা করছে, গঠনমূলক সমালোচনা করছে।
মঙ্গলবার সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী একথা বলেন।
এর আগে রওশন এরশাদ তার বক্তব্যে সংসদে নিজেদের পরিচয় নিয়ে প্রশ্ন তুলে তাদের সম্মান ফিরিয়ে দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
দলের তিন এমপিকে মন্ত্রিত্ব দিয়ে এখনও সরকারে ধরে রাখায় কিছুটা ক্ষোভও প্রকাশ করেছিলেন।
তবে প্রধানমন্ত্রী তার এক ঘণ্টার বক্তব্যে ওই বিষয়ে কোনও মন্তব্য করেননি। বরং সংসদে জাতীয় পার্টির ভূমিকার প্রশংসা করেন।
জাপার মন্ত্রীদের বাদ দিয়ে দিন: প্রধানমন্ত্রীকে রওশন
এসএস/