শাহনূর শাহীন: ‘শালীনতা ও আধুনিতার মিশেলে হোক আপনার পোশাক’ এই শ্লোগান সামনে রেখে রুচিশীল ও বাহারি ডিজাইনের টি-শার্ট নিয়ে পথচলা শুরু করেছিলো ইফোর্ট বিডি।
দেশপ্রেম, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও ধর্মীয় সাংস্কৃতিক মূল্যবোধের চেতনায় সামাজিকভাবে বিভিন্ন বার্তা সম্বলিত আকর্ষণীয় ডিজাইনের টি-শার্ট এনে ইতোমধ্যে গ্রাহকের মন জয় করতে পেরেছে ইফোর্ট বিডি।
পোশাকের জগতে আধুনিতা ও রুচিশীলতা এখন গ্রাহকের প্রথম পছন্দ। বর্তমান সময়ে বিভিন্ন ধরনের বাহারি ডিজাইনের পোশাকগুলোই গ্রাহক পছন্দের শীর্ষে থাকে।
কিন্তু বর্তমানে বাজারে অধিকাংশ পোশাকে ডিজাইনের নামে দেশিয় সংস্কৃতির বিরুদ্ধাচরণ করে বিদেশি ও কুরুচিপূর্ণ ডিজাইনে ভরপুর থাকে।
ডিজাইনের ক্ষেত্রে কিছু নিম্নমানের ডিজাইন ও কালারের পোশাকও বাজারে পাওয়া যায় এখন। সেগুলোর জন্যও রয়েছে মোটাদাগের বিরাট সংখ্যক গ্রাহক। কেউ আছেন ভালো পোশাক না পেয়ে বাধ্য হয়েই অপছন্দনীয় কিংবা রুচিশীল নয় এমন পোশাক কিনে থাকেন।
অতি-আধুনিতার ঝোকের বশে বর্তমান সমেয়ের তরুণ-তরুণী ও কিশোরদের মাঝে দেশ-বিদেশের নামি, দামি তারকা শিল্পী, সেলিব্রেটি, খেলোয়ার, সিনেমার নায়ক-নায়িকাদের ছবি ব্যবহার করে সস্তা ডিজাইনের বিভিন্ন ধরনের টি-শার্ট ব্যাবহার বিশেষভাবে লক্ষ্যণীয়।
এই ধরনের পোশাকে অনেক সময় শালীনতা বলতে কিছু থাকে না। বলা চলে পোশাকের মানের চেয়ে অশ্লীলতা হয় উঠে আকর্ষণের প্রধান উপকরণ। যা আমাদের দেশীয় সাংস্কৃতির সাথে একদমই বেমানান।
এসব কিছু বিবেচনায় রেখে দেশের রুচিশীল মননশীল গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে আকর্ষণীয় ডিজাইনের বেশ কিছু টি-শার্ট নিয়ে অনলাইন মার্কেট প্লেস ইফোর্ট বিডির পথচলা শুরু হয়।
এরই ধারাবাহিকতায় নতুন চারটি ডিজাইনের টি শার্ট বাজারে এনেছে ইফোর্ট। ডিজাইন গুলো এখনো অবমুক্ত করা হয়নি তবে শিগগিরই করা হবে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইয়াসিন আহমাদ।
তিনি জানান, ইফোর্টের অফিসিয়াল ফেসবুক ফ্যান পেজে ডিজাইনগুলোর নমুনা আপলোড করার পর গ্রাহকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাই।
অনেকেই নিজের জন্য, স্বজনের জন্য, কেউ কেউ তাদের প্রতিষ্ঠানের জন্য অগ্রিম অর্ডার করে বলেও জানান তিনি।
নতুন ডিজাইনগুলোতে ‘Jannah Is My Drem’, ‘Islam’, ‘শুধু নেতা নয় নীতিরও পরিবর্তন চাই’, ‘আর কিছু থাক না থাক ইসলাম থাকবেই’ এমন চারটি গুরুত্বপূর্ণ বার্তা রয়েছে বলেছেন ইয়াসিন আহমাদ।
আওয়ার ইসলামকে তিনি বলেন, ইসলামের বিভিন্ন পজেটিভ দিক নিয়ে বার্তা ছড়িয়ে দিতে ‘islsm’ ডিজাইনটি করা হয়েছে । পরিবর্তনের শ্লোগান হিসেবে করা হয়েছে ‘নীতির পরিবর্তন চাই’।
এছাড়াও জাগ্রত কবি মুহিব খানের অনুমতি সাপেক্ষে তার একটি গীতি কবিতার অংশ বিশেষ ‘আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবেই’ শ্লোগান এবং ‘Jannah Is My Drem’ সহ সবগুলো ডিজাইন ইতোমধ্যেই মার্কেটে ব্যাপক সাড়া ফেলেছে।
তাছাড়া উপহার দেওয়ার মতো চমৎকার কিছু মগও বাজারে নিয়ে এসেছে ইফোর্ট-Effort।বাজারে সাধারণত এই ধরনের মগগুলো ২৫০-৩০০+ টাকায় বিক্রি হলেও Effort এ দাম ধরা হয়েছে সাধ্যের মধ্যেই।
ইফোর্ট: টি শার্টে আধুনিকতা ও শালীনতার সমন্বয়
এসএস/