আবদুল্লাহ তামিম
ফিলিস্তিনি ভূমিতে আরো অন্তত ৮০০ অবৈধ বসতি নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে ইসরাইলের মন্ত্রিসভা। আন্তর্জাতিক সম্প্রদায়ের নিন্দা সত্ত্বেও দখলকৃত জর্দান নদীর পশ্চিম তীরের নাবলুসে এসব বসতি নির্মাণ করা হবে ঘোষণা দিয়েছে দেশটি।
রোববার ইসরাইলি মন্ত্রিসভায় নাবলুসের দক্ষিণে হাবেরাক এলাকায় ৮০০ ইহুদি বসতি নির্মাণের প্রস্তাব গৃহীত হয়। ইসরাইলি মন্ত্রীরা দাবি করেছেন, সম্প্রতি হাবেরাক উপশহরের ফিলিস্তিনিরা ইহুদিবাদীদের বিরুদ্ধে যে হামলা চালিয়েছে তার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।
মন্ত্রিসভার এ বৈঠকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আমেরিকাকে বন্ধু হিসেবে আখ্যায়িত করেন। প্রেসটিভির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট