শাহীন বিন শফিক
কুমিল্লা প্রতিনিধি
কলেজের অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় ও ফেসবুকে ইসলামিক পোস্ট করার দায়ে কুমিল্লা শহর শাখার ছাত্র আন্দোলন দায়িত্বশীল ইফতিখার ফারদিনকে গত শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে তার পাঁচ রুমমেটসহ গ্রেপ্তার করে পুলিশ। পরে পুলিশের পক্ষ থেকে 'পুলিশ পেটানো ও নাশকতা'র মিথ্যা মামলার কারন দর্শানো হয়।
ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা উত্তর শাখার সহ-সভাপতি আজিজুল ইসলাম সূত্রে জানা যায়, ফেনী পলিটেকনিক কলেজে অধ্যয়নরত ইফতেখারকে কলেজে ছাত্র লীগের অনুষ্ঠানে অংশগ্রহণ না করায় এবং ফেসবুকে ইসলামিক পোস্ট দেওয়ার কারনে গ্রেপ্তার করে ফেনী জেলা পুলিশ।
গ্রেততারের দ্বিতীয় দিন অপর ৫ জনের মুক্তি হলেও ইফতেখারকে মুক্তি দেয়নি।
জেলা দায়িত্বশীল সূত্রে আরো জানা যায়, ইসলামী আইনজীবী পরিষদের পক্ষ থেকে ইফতেখারের নিঃশর্ত মুক্তির জন্য সকল প্রকার আইনী সহায়তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গ্রেফতারকৃত ইফতিখার ফারদিন ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা শহর শাখার সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক।
/এটি