বুধবার, ২৭ নভেম্বর ২০২৪ ।। ১২ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও অন্ধকারে নিমজ্জিত হবে দেশ: ফখরুল চক্রান্তের ফাঁদে না পড়ে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান শায়খ আহমাদুল্লাহর ভোলায় জুলাই-আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণে দোয়া ও স্মরণসভা চরমোনাইর বার্ষিক অগ্রহায়ণ মাহফিল বুধবার, চলছে সর্বশেষ প্রস্তুতি সবাইকে শান্ত থাকার আহ্বান আসিফ মাহমুদের অসহায় শীতার্তের পাশে মাওলানা গাজী ইয়াকুবের তাকওয়া ফাউন্ডেশন দেশের তিন জেলায় শিক্ষক নিচ্ছে ‘আলোকিত মক্তব’ বৃদ্ধার দাড়ি টেনে ছিঁড়ে ফেলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল প্রতিবন্ধীদের ধর্মীয় ও কারিগরি শিক্ষা দিতে পারলে দেশ এগিয়ে যাবে: ধর্ম উপদেষ্টা ভারতকে হিন্দু রাষ্ট্র করার ষড়যন্ত্র সফল হবে না: মাওলানা আরশাদ মাদানী

হবিগঞ্জে নিখোঁজ ৩ মাদ্রাসা ছাত্র ফেনীতে উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

হবিগঞ্জের বাহুবল উপজেলায় মাদ্রাসা থেকে নিখোঁজের একদিন পর তিন ছাত্রকে ফেনী রেলস্টেশন এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এরা হল- চুনারুঘাট উপজেলার হাসারগাঁও গ্রামের আইয়ূব আলীর ছেলে তানভীর আহমেদ, সদর উপজেলার আদ্যপাশা-শ্যামপুর গ্রামের মোশাহিদ মিয়ার ছেলে জুনাইদ আহমেদ ও মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কাশিমনগর গ্রামের রশিদ মিয়ার ছেলে শরীফ উদ্দিন।

বাহুবল থানার ওসি মো. মাসুক আলী জানান, ফেনী রেলস্টেশন এলাকা থেকে শনিবার রাত ১০টার দিকে তাদের উদ্ধার করে।

তারা বাহুবলের মিরপুর বাজারের শ্রীমঙ্গল রোডের ‘মিরপুর শামছুল উলুম নুরানীয়া হাফিজিয়া মাদ্রাসার’ হিফ্জ বিভাগের ছাত্র। শুক্রবার সন্ধ্যায় তারা মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছিলেন।

ওসি মাসুক আলী বলেন, শুক্রবার রাতভর ও শনিবার সারা দিন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তিন ছাত্রের কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে মাদ্রাসা কর্তৃপক্ষ হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে তাদের সন্ধান চেয়ে মাইকিংও করে। এরপরও কোনো হদিস না মেলায় শনিবার বিকেলে বাহুবল থানায় সাধারণ ডায়েরি করা হয়।

বাহুবল থানা পুলিশ জেলার বিভিন্ন স্থানে খবর পাঠায়। খবর পেয়ে ফেনী রেল স্টেশন এলাকা থেকে ফেনী থানা পুলিশ তাদের উদ্ধার করে বলে জানান মাসুক।

তিনি বলেন, ওই তিন ছাত্রকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের অভিভাবকদের কাছে হস্তান্তর করা হবে।

সূত্র: বিডি নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ