হাওলাদার জহিরুল ইসলাম: সিরিয়ার গোতা শহরে সরকারি বাহিনীর ধ্বংসযজ্ঞের শিকার হয়ে আটকে পড়া সাধারণ নাগরিকদের জন্য সৌদি বাদশাহ শাহ সালমান জরুরি ত্রাণ পাঠিয়েছেন।
বেসরকারি গণমাধ্যমগুলো জানিয়েছে, কয়েক দিন ধরে সিরিয়ার নাওয়াহ ও গোতা এলাকায় চলমান হামলায় হাজার হাজার সাধারণ নাগরিক গৃহবন্দী হয়ে পড়েছেন। সেখানে পানি ও খাদ্য সংকট চরমে পৌঁছেছে।
তাদের জন্য সৌদি বাদশাহ ব্যক্তিগত ত্রাণ তহবিল থেকে জরুরী জিনিসপত্রসহ ত্রাণ টিম পাঠিয়েছেন। সেখানে সাধারণভাবে রান্না করা খাবারও সরবরাহ করারও নির্দেশ দেয়া হয়েছে।
প্রাথমিকভাবে সিরিয়ার দাওমা, আরবাইন, হারাসতাহ, মাসরাবাহসহ আক্রান্ত এলাকাগুলোতে বিতরণ করা হবে।
উল্লেখ্য, গত এক সপ্তাহে ওই এলাকায় রাশিয়া ও সরকারি বাহিনীর যৌথ হামলা ও ক্রমাগত বোমা বিস্ফোরণের ফলে পাচশতাধিক বেসামরিক লোক নিহত হয়েছে।
ডেইলি পাকিস্তান
অবশেষে সিরিয়াজুড়ে ৩০ দিনের যুদ্ধবিরতি; রাশিয়ার টালবাহানা