আওয়ার ইসলাম: ‘মুসলমানদের পবিত্র দুই মসজিদ মক্কা ও মদিনা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে মালয়েশিয়া’ যে সংবাদ প্রচার হয়েছে তা অস্বীকার করেছে মালয়েশিয়ার ইসলামিক স্কলাররা।
দেশটির ৪৬ টি ধর্মীয় সংগঠনের স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এ সংবাদের কোনো সত্যতা নেই।
মধ্যপ্রাচ্যে চলামান অস্থিরতাসহ সৌদিতে যুবরাজ মুহাম্মদের কিছু কার্যক্রমের প্রেক্ষিতে সম্প্রতি খবর প্রকাশ হযেছিল মালয়েশিয়া মক্কা ও মদিনা পর্যবেক্ষণ কমিটি গঠন করবে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাসহ বেশি কিছু পত্রিকায় ওই নিউজ ফলাও করে প্রচার হয়। এমনকি বাংলাদেশেও এ খবর বেশ প্রচার হয়েছে।
মালয়েশিয়ার ইসলামি সংগঠনগুলো বলছে, দেশে এমন কোনো বোর্ডের আত্মপ্রকাশ হয়নি না কোনো কমিটি গঠন করা হয়েছে। এ সংক্রান্ত সকল সংবাদই মিথ্যা ও ভিত্তিহীন।
মালয়েশিয়ার খইরে উম্মাহ সংগঠনের চেয়ারম্যান ড. ফাতাহ আল বারি আল আরাবিয়াকে জানায়, আমরা সৌদি আরবের সকল পবিত্র নির্দশন বিশেষ করে মক্কা ও মদিনা পর্যবেক্ষণের অধিকার সৌদি আরবকেই মনে করি। সৌদি আরব এ দায়িত্ব অত্যন্ত সুষ্ঠুভাবে পালন করে আসছে। মালয়েশিয়ার সকল ইসলামি সংগঠনের সৌদি আরবের প্রতি প্রবল ভরসা রয়েছে। এসব ভ্রান্ত দাবির পক্ষে আমাদের কোনো স্বীকৃতি নেই।
টিএ