অাওয়ার ইসলাম
আন্তর্জাতিক ডেস্ক
সিরিয়ায় একমাসের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলের ১৫ স্থায়ী সদস্য। গত সপ্তাহে দেশটির পূর্ব গোটায় সরকারি বাহিনীর বিমান হামলায় মানবিক বিপর্যয়ে পর এই প্রস্তাবে সম্মত হয়েছে। অভিযানে আটকে পড়াদের মানবিক সহযোগিতা ও চিকিৎসা সেবা প্রদান এই যুদ্ধবিরতির উদ্দেশ্য। খবর বিবিসি- এর।
শনিবার স্থানীয় সময় সকাল ১১টায় এই প্রস্তাবটি গৃহিত হয়।
গত বৃহস্পতিবার কুয়েত ও সুইডেনের আনা এই প্রস্তাবটি আসাদ সরকারের মিত্র হিসেবে পরিচিত রাশিয়ার বিরোধীতার কারণে কয়েক দফা বাতিল হয়।
গত সপ্তাহে দেশটির পূর্ব গোটায় ৪৯২ বেসামারিক লোক নিহত হয়েছে, যাদের মধ্যে ১১৬ জন শিশু রয়েছে।
এই আর জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুইতেরেস গোটার পরিস্থিতিকে “পৃথিবীর জাহান্নাম” বলে আখ্যায়িত করেন।