শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ।। ৫ বৈশাখ ১৪৩২ ।। ২০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
শ্রমিক মজলিসের সভাপতি আবদুল করিম, সাধারণ সম্পাদক এরশাদ ‘নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দিয়ে দেশ ও মানুষের কল্যাণ সম্ভব নয়’ ৫ বছর আগের এই দিনে কী হয়েছিল মাওলানা আনসারীর জানাজায়? হজযাত্রীর জন্য চালু হচ্ছে হজ ম্যানেজমেন্ট সেন্টার, থাকবে অ্যাপ কুয়েট শিক্ষার্থীদের যৌক্তিক দাবি মেনে নিন- ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ  আইন করে ভারতে মুসলিমদের অধিকার হরণ করা যাবে না: জমিয়ত করাচি-চট্টগ্রাম রুটে নৌযান চলাচলকে স্বাগত জানিয়েছে দুই পক্ষ: পাকিস্তান ২৬ এপ্রিল জমিয়তের কাউন্সিল, প্রাধান্য পেতে পারে তরুণ নেতৃত্ব কওমি সনদ বাস্তবায়ন  করা শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব: ধর্ম উপদেষ্টা কোরআন-সুন্নাহর ভিত্তিতেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত সেক্রেটারি

এবার ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভ বানাল স্যামসাং

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম

দুই বছর আগে স্যামসাং একটি ১৫.৩৬ টেরাবাইটের হার্ড ড্রাইভ বাজারে ছেড়েছিল। সাধারণ ক্রেতাদের জন্য সলিড স্টেট ড্রাইভ (এসএসডি)-এর ক্ষেত্রে সেটিই ছিল সর্বোচ্চ ধারণক্ষমতা সম্পন্ন। এবার তার দ্বিগুণ স্টোরেজ ও কর্মক্ষমতা সম্পন্ন আরেকটি হার্ডড্রাইভ বানিয়েছে তারা।

২.৫ ইঞ্চি ফ্রেমের হার্ডড্রাইভ পিএম১৬৪৩-এর ধারণ ক্ষমতা ৩০.৭২ টেরাবাইট। সার্ভার বা বিশাল কোনও নেটওয়ার্কের বিপুল পরিমাণ ডেটা সংরক্ষণ এখন আরও সহজ হয়ে যাবে।

হার্ড ড্রাইভটি প্রতি সেকেন্ডে ২,১০০ মেগাবাইট ডেটা রিড করতে পারে। এটির ডেটা রাইট করার গতি সেকেন্ডে ১,৭০০ মেগাবাইট।

পিএম১৬৪৩-এর ক্ষমতা সম্পর্কে ধারণা দিতে বলা হচ্ছে এটিতে প্রায় ছয় হাজার এইচডি কোয়ালিটির সিনেমা সংরক্ষণ করা যাবে।

তবে ল্যাপটপে বা কম্পিউটারে ৩০ টেরাবাইটের হার্ড ড্রাইভটি খুব শীঘ্রই যুক্ত করা হবে না। স্যামসাং জানিয়েছে তারা এবছর তারা নতুন ১৬.৩৬ টেরাবাইট, ৭.৬৮ টেরাবাইট, ৩.৮৪ টেরাবাইট, ১.৯২ টেরাবাইট, ৯৬০ গিগাবাইট এবং ৮০০ গিগাবাইটের হার্ড ড্রাইভ তৈরি বাড়িয়ে দেবে।

হার্ড ড্রাইভটিতে অত্যাধুনিক প্রযুক্তির ভি-এনএএনডি চিপ ব্যবহার করে তৈরি এনএএনডি ফ্ল্যাশ প্যাকেজ ব্যবহার করা হয়েছে। আশা করা হচ্ছে, এখন থেকে এধরনের চিপ ও ফ্ল্যাশ প্যাকেজ বিপুল পরিমাণে উতপাদন শুরু হবে। এর ফলে, কম্পিউটার, মোবাইলসহ বিভিন্ন ডিভাসের বিল্ট ইন মেমোরি ক্রমেই আরও বৃদ্ধি পাবে।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ