ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি
ভারতের লক্ষ্ণৌস্থ ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান 'দারুল উলুম নদওয়াতুল উলামা'র প্রতিষ্ঠাতা সাইয়্যেদ আবুল হাসান আলী নদভী রহ.-এর দৌহিত্র ও দারুল উলূম নদওয়াতুল উলামার সিনিয়র শিক্ষক আল্লামা সাইয়েদ বিলাল আব্দুল হাই হাসানী নদভী গতকাল সোমবার দারুল উলূম হাটহাজারী মাদরাসা পরিদর্শনে আসেন
এসময় তিনি দারুল উলূম হাটহাজারীর মহাপরিচালক, আমীরে হেফাজত আল্লামা শাহ আহমদ শফী'র সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হোন এবং তার কাছ থেকে হাদীসের সনদ গ্রহণ করেন ৷
এ ব্যাপারে জানতে চাইলে মাদরাসার সহকারী শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী আওয়ার ইসলামকে জানান, “আল্লামা সাইয়েদ বিলাল আব্দুল হাই হাসানী নদভী আমীরে হেফাজতের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং দীর্ঘ হায়াতের দোয়া করেন। আপ্যায়ন পর্ব শেষে তিনি আল্লামা আহমাদ শফীকে হাদীস পড়ে শুনান এবং হাদীসের সনদের ইজাযত নেন।”
ভারতের পাক্ষিক তামিরে হায়াতের উপ-সম্পাদক, সাইয়েদ মাহমুদ হাসান হাসানী নদভী, মাওলানা উমাইর কান্ধলভী নদভী, মাওলানা নুর মুহাম্মদ নদভীসহ হাটহাজারী মাদরাসার সহকারি শিক্ষাপরিচালক মাওলানা আনাস মাদানী, মাওলানা নূরুল ইসলাম জাদীদ, মাওলানা মীর ইদরীস প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, আল্লামা সাইয়েদ বিলাল আব্দুল হাই হাসানী নদভী বাদ যোহর দারুল উলূম হাটহাজারীর নতুন মসজিদ বাইতুল করীমে ছাত্রদের উদ্দেশ্যে বয়ান করেন।