আওয়ার ইসলাম: দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় ১০৩ টি দেশকে পেছনে ফেলে প্রথম স্থান অর্জন করা হাফেজ তরিকুল ইসলাম ও তার উস্তাদ হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরীকে সম্মাননা দিয়েছে ব্রাহ্মণবাড়িয়ার বড় মাদরাসাখ্যাত জামিয়া েইউনুসিয়া।
অনুষ্ঠানের বার্ষিক সম্মেলণে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও বিশেষ অতিথি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপির তাদের হাতে পুরস্কার তুলে দেন।
এ সময় তারা উভয় হাফেজকে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করায় ধন্যবাদ জানান।
সম্মেলনে আরও কয়েকজন হাফেজকেও সম্মাননা দেয়া হয়।
হাফেজ কারী নেছার আহমাদ আন নাছিরী রাজধানীর মারকাজুত তাহফিজ মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল। বিশ্বের বিভিন্ন দেশসহ দেশের একাধিত প্রতিযোগিতায় তার অর্ধশতাধিক ছাত্র পুরস্কার অর্জন করে।