আবদুল্লাহ তামিম
কোমর ব্যথা নাই এমন মানুষের সংখ্যা খুব কমই আছে। কোমর ব্যথা বিভিন্ন কারনে হয়ে থাকে তার মধ্যে উল্লেখযোগ্য কারণ হল কোমরে রক্ত চলাচল কমে যাওয়া, স্নায়বিক দুর্বলতা,স্পনডাইলোসিস,মাসলে সমস্যা,বাত ব্যথা,গেটে বাত,অষ্টিওআথ্রাইটিস,অস্টিওপোরো সিস,বয়সজনিত কারনে হাড় ক্ষয়ে যাওয়া।
এসকল সমস্যাগুলিতে হিজামা cupping therapy খুবই উপকারী চিকিৎসা। কারন হিজামা দ্বারা রক্ত চলাচল বেড়ে যায় নার্ভগুলো সচল হয়। রক্তে ইউরিক এসিড এবং হরমোনগুলি স্বাভাবিক পর্যায়ে চলে আসে। হিজামার কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।