আওয়ার ইসলাম
নবী করীম সা. এর হাদিস থেকে আমরা তিনটি বড় বড় গুনাহের কথা জানি।
এক. শিরক
দুই. অন্যায়ভাবে হত্যা করা
তিন. যিনা
এ বিষয়বস্তুটিই নবী সা. বিপুল সংখ্যক হাদীসে বর্ণনা করেছেন, আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) বর্ণিত একবার নবীকে সা. জিজ্ঞেস করা হলো,
সবচেয়ে বড় গুনাহ্ কি? তিনি বললেন, ﺃَﻥْ ﺗَﺠْﻌَﻞَ ﻟِﻠَّﻪِ ﻧِﺪًّﺍ ﻭَﻫُﻮَ ﺧَﻠَﻘَﻚَ তুমি যদি কাউকে আল্লাহর সমকক্ষ প্রতিদ্বন্দী দাঁড় করাও। অথচ আল্লাহ্ই তোমাকে সৃষ্টি করেছেন।
জিজ্ঞেস করা হলো, তারপর? তিনি বললেনঃ َﺃَﻥْ ﺗَﻘْﺘُﻞَ ﻭَﻟَﺪَﻙَ ﺗَﺨَﺎﻑُ ﺃَﻥْ ﻳَﻄْﻌَﻢَ তুমি যদি তোমার সন্তানকে হত্যা কর এই ভয়ে যে, তুমি তাকে খাওয়াতে পারবে না।
জিজ্ঞেস করা হলো, তারপর? তিনি বললেন ﺃَﻥْ ﺗُﺰَﺍﻧِﻲَ ﺣَﻠِﻴﻠَﺔَ ﺟَﺎﺭِﻙَ “তুমি যদি তোমার প্রতিবেশীর স্ত্রীর সাথে যিনাকর।(বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ, আহমদ)
যদিও আরো অনেক কবীরা গোনাহ আছে কিন্তু সেকালের আরব সমাজে এ তিনটি গোনাহই সবচেয়ে বেশী জেঁকে বসেছিল।
তাই এক্ষেত্রে মুসলমানদের এ বৈশিষ্ট্য সুস্পষ্টকরে তুলে ধরা হয়েছিল যে, সমগ্র আরব সমাজেমাত্র এ গুটিকয় লোকই এ পাপগুলো থেকে মুক্তআছে।