আওয়ার ইসলাম: সম্প্রতি সৌদি আরবের বাদশাহ সালমানের সাথে বৃটেনের রাণী এলিজাবেথের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তোলাপাড় শুরু হয়েছে।
গণমাধ্যমের ভাষ্য মতে, সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় নিজস্ব টুইটার একাউন্টে রাণী এলিজাবেথের সাথে শাহ সালমানের এক ঐতিহাসিক ছবি পোস্ট করে।
ছবির ক্যাপশনে লেখা হয়, ‘এ ছবি সৌদির রাজধানী রিয়াদে ১৯৭৯ সালে তখন তোলা হয়েছে যখন শাহ সালমান রিয়াদের গভর্নর ছিলেন এবং বৃটেনের রাণী এলিজিবেথ সৌদি সফরে এসেছিলেন।’
ছবিতে রাণী এলিজিবেথকে সৌদি রীতি অনুযায়ী মাথায় কাপড় দেয়া অবস্থায় দেখা যাচ্ছে।
ডেইলি কুদরত/এইচজে
সৌদি প্রিন্স আবদুল আজিজ বিন বানদারের ইন্তেকাল