জিয়াউর রহমান
সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার প্রাচীনতম দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দীর ১০০ বছরপূর্তি উদযাপন লক্ষে জকিগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছে শতবার্ষিকী সম্মেলন বাস্তবায়ন কমিটি। শনিবার জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন শতবার্ষিকী সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও জামেয়ার প্রিন্সিপাল হাফিজ মাওলানা এনামুল হক।
মতবিনিময়কালে লিখিত বক্তব্যে কমিটির সদস্য সচিব হাফিজ মাওলানা সিদ্দিকুর রাহমান বলেন, ঐতিহ্যবাহী জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী ২০১৯ সালে ১০০বছর পূর্ণ করতে যাচ্ছে। শতবর্ষ উদযাপনের লক্ষ্যে জামিয়া ব্যাপক কর্মসূচী হাতে নিয়েছে। আয়োজন করতে যাচ্ছে একটি ব্যতিক্রমধর্মী আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন।
আগামী ২০১৯ সালের ১৪ ও ১৫ ফেব্রুয়ারী, বৃহস্পতি ও শুক্রবার জামিয়ার ময়দানে ঐতিহাসিক এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে বায়তুল্লাহ শরীফ ও মসজিদে নববীর ইমাম সাহেবগণসহ সৌদিআরব, ফিলিস্তিন, ইংল্যান্ড, ভারত ও পাকিস্তানের শীর্ষ উলামা-মাশায়েখ ও ইসলামিক স্কলারগন উপস্থিত থাকবেন বলে লিখিত বক্তব্যে আশাবাদ ব্যাক্ত করেন।
এছাড়াও বাংলাদেশের শীর্ষস্থানীয় উলামা-মাশায়েখ, ক্বারী, ইসলামী সংঙ্গীত শিল্পী এবং রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের অংশগ্রহন করবেন বলেও সাংবাদিকদের জানান। মতবিনিময়কালে শতবার্ষিকী সম্মেলন বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ প্রশাসন ও সাংবাদিক নেতৃবৃন্দসহ সর্বস্থরের মানুষের সহযোগিতা কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুস ছালাম, মৎস্য অফিসার আবু তাহের চৌধুরী, হাড়িকান্দী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি শামসুল ইসলাম খসরু, নির্বাহী সভাপতি শুক্কুর আহমদ খসরু, সাবেক ইউপি সদস্য আব্দুল মতিন, মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল রিয়াজ উদ্দিন, মাদ্রাসার শিক্ষক মাওলানা মুফতি হামিদুর রহমান, মাওলানা মাসুম আহমদ, মুফতি নাসির উদ্দিন, মাওলানা আজমল হোসেন, মাওলানা বেলাল আহমদ, মাওলানা শিহাব উদ্দিন, মাস্টার জাকির আহমদ, হাফিজ ইউসুফ আলী রহমত নগরী প্রমূখ।
এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন জকিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি এম.আব্দুল্লাহ আল মামুন, সাধারণ সম্পাদক শ্রীকান্ত পাল, যুগ্ম সম্পাদক রহমত আলী হেলালী, অফিস ও পাঠাগার সম্পাদক কেএম মামুন, সদস্য আল হাছিব তাপাদার ও মেহদী হেলাল।