শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৭ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
কাল যাত্রাবাড়ী মাদরাসায় মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা শেখ হাসিনা ভারতে বসে দেশের বিরুদ্ধে চক্রান্ত করছেন: মজলিস মহাসচিব ডেঙ্গুতে এক সপ্তাহে ৩১ জনের মৃত্যু, আক্রান্ত ৬২৩০ মসজিদে নববীর আদলে হবে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ: ধর্ম উপদেষ্টা খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত নতুন নির্বাচন কমিশনকে বিগত কমিশন থেকে শিক্ষা নিতে হবে: মুফতী ফয়জুল করীম লালপুরে যুবলীগ নেতার বিরুদ্ধে জমি দখল ও বাড়ি ভাংচুরের অভিযোগ জনতার চেয়ারম্যান সৈয়দ তালহাকে সুনামগঞ্জ ৩ আসনে জমিয়তের প্রার্থী ঘোষণা কুরআন-হাদিসের ভিত্তিতেই হতে হবে সংস্কার: বায়তুল মোকাররমের খতিব ইসলামী সঙ্গীত সম্রাট আইনুদ্দীন আল আজাদ রহ.-এর বাবার ইন্তেকাল

জিদ্দায় অনুষ্ঠিত হলো হেফাজতে ইসলামের সম্মেলন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী:  হেফাজতে ইসলাম বাংলাদেশের সৌদিয়ারবের জিদ্দা মহানগর শাখার সম্মেলন গতকাল ১৬ ফেব্রুয়ারি বাদ এশা ফায়সালিয়া দারুস সালাম মসজিদ কমপ্লেক্স মিলনায়তনে জিদ্দা সহসভাপতি মাওলানা আবুল কালামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী।

প্রধান অতিথির ভাষণে হেফাজতে ইসলাম বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেছেন, বাংলাদেশে থেকে ইসলাম শুন্য করার দেশী বিদেশী চক্রান্ত চলছে। বাম রাম ও নাস্তিক্যবাদী গোষ্ঠী ঐক্যবদ্ধ হয়ে ইসলামি শিক্ষা, তাহজিব তামাদ্দুন, সভ্যতা মূল্যবোধ ধ্বংস করে দিতে চায়। সরকার নাস্তিকদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তিনি আরো বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নৈতিকতা গুনাবলী সম্পন্ন নগরিক তৈরী হচ্ছেনা। দেশে সন্ত্রাস খুন ও দর্নীতি বৃদ্ধি পেয়েছে।

অপসংস্কৃতির সয়লাবে যুবসমাজের চরিত্র ধ্বংসের মহড়া চলছে। আজিজুল হক ইসলামাবাদী বলেন, হেফাজত আলেম ওলামা ও তৌহিদী জনতার একটি বৃহত্তম অরাজনৈতিক প্লাটফরম। হেফাজত নেতৃবৃন্দের বিরুদ্ধে মামলার খড়ক ঝুলিয়ে রেখে হয়রানী করছে।

ওলামায়ে কেরাম রাষ্ট্রীয় জুলুমের স্বীকার। নাস্তিক্যবাদী গোষ্ঠী ও তাদের দোসরদের ষড়যন্ত্রের মুকাবিলায় হেফাজত রক্ত দিয়েছে। ইসলামবিদ্বেষী চক্রান্ত বন্ধ না হলে প্রয়োজনে হেফাজত আরো ব্যাপক আন্দোলন গড়ে তুলতে প্রস্তুত রয়েছে।

উক্ত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আমীরে হেফাজতের জামাতা ও রাঙ্গুনিয়া মেহরিয়া মাদরাসারর মুহতামিম মাওলানা ইসহাক নুর, সৌদিআরব রিয়াদ শাখার সেক্রেটারি মাওলানা আব্দু সালাম পাটোয়ারী, জিদ্দা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুল খালেক নিজামী, মাওলানা হারিস উদ্দীন, মাওলানা আবদুল মুকীত, সাংবাদিক আলহাজ্ব আবু সাঈদ। কুরআন তেলাওয়াত করেন, কারী ইসমাঈল খলিল।

 


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ