যিয়াদ বিন সাঈদ: ঢাকাস্থ শ্যামলীতে গড়ে ওঠা ইলমে নববী শিক্ষার এক অনন্য প্রতিষ্ঠান মাদরাসাতুল কাউসার আল ইসলামিয়া প্রতি বছরের মতই এবারও ছাত্র, উস্তাদ, অভিভাবক আর শুভানুধ্যায়ীদের সঙ্গে নিয়ে আয়োজন করতে যাচ্ছে ‘কেরাত ও আলোচনা মাহফিল’।
অশুদ্ধ ও অপসংস্কৃতির এ মহাকালে সুস্থতার সন্ধান দিতেই প্রতিষ্ঠানটি এমন আয়োজন প্রায়শ করে থাকে।
আগামী ২২ ফেব্রুয়ারি মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিতব্য এ মাহফিলে উপস্থিত থাকবেন দেশ বরেণ্য উলামায়ে কেরাম এবং সুধীজন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দিবেন মাদরাসাতুল কাউসার আল-ইসলামিয়ার সিনিয়র শিক্ষক এবং প্রবীণ লেখক ও অনুবাদক হযরত মাওলানা ইয়াহইয়া ইউসুফ নদভী।
পাশাপাশি সুনির্দিষ্ট বিষয়ের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন বিশিষ্ট মিডিয়াব্যক্তিত্ব ও শক্তিমান গদ্যশিল্পী মাওলানা শরীফ মুহাম্মদ।
অনুষ্ঠানটিতে দেশবরেণ্য কারিদের পাশাপাশি কালামুল্লাহ পাক থেকে তিলাওয়াত করবেন মাহাদুল কিরাত বাংলাদেশের পরিচালক ও আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা (ইকরা) এর সহ-সভাপতি শায়খ আহমাদ বিন ইউসুফ আল-আযহারী।
বাদ মাগরীব অনুষ্ঠানের প্রথম পর্ব শেষ হবার পর বাদ ইশা আয়োজিত হবে এক জমকালো হামদ-নাত মাহফিলের। এতে অংশ নিবেন বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের বরেণ্য শিল্পীগণ।
পুরো অনুষ্ঠানটির সভাপতিত্বের দায়িত্ব পালন করবেন মাদরাসাতুল কাউসার আল-ইসলামিয়ার মুহতামিম মাওলানা সাঈদুর রহমান।
বহু প্রতীক্ষিত ‘কেরাত ও আলোচনা মাহফিল’ ২০১৮ এর সফলতা চেয়ে অনুষ্ঠানটিতে সর্বশ্রেণির মানুষের উপস্থিতি কামনা করছেন মাহফিলটির বাস্তবায়ন কমিটি।